AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবাবগঞ্জে ১০ টি বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল স্থাপন


Ekushey Sangbad

০৫:৫৫ পিএম, নভেম্বর ২৪, ২০১৫
নবাবগঞ্জে ১০ টি বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল স্থাপন

নবাবগঞ্জ, (দিনাজপুর) থেকে মোঃ সুলতান মাহমুদ : দিনাজপুরের নবাবগঞ্জে দাতা সংস্থা টি.আর ফান্ড (ইউ.কে)’এর অর্থায়নে বে-সরকারী সংস্থা ল্যাম্ব দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের বাস্তবায়নে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দে দুই কক্ষ বিশিষ্ট্য স্যভনেটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার উপজেলার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানেটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ ডাবলু, বিদ্যালয়ের অভিভাবক, ল্যাম্ব দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের কর্মকর্ত উৎপল মিন্জ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্প ব্যবস্থাপক মিঃ ডমিনিক তুষার রিবেরু জানান- ওই প্রকল্পের আওতায় স্থাপিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ পানি পানে উপকৃত হবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। উপজেলার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়, কামার পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, মজিদনগর কারিগরি বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর মহাবিদ্যালয়, খালিপপুর কাজিপাড়া উচ্চ বিদ্যালয়, মধ্যখালিপপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, কুশদহ দ্বি-মূখী দাখিল মাদ্রাসা, জাতভবানীপুর উচ্চ বিদ্যালয় এ প্রকল্পের অধীনে পায়খানা ও টিউবওয়েল বাস্তবায়ন হচ্ছে।
Link copied!