AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাপালগঞ্জে ইতালী প্রবাসী হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি


Ekushey Sangbad

০৪:০৭ পিএম, নভেম্বর ২৩, ২০১৫
গাপালগঞ্জে ইতালী প্রবাসী হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইতালী প্রবাসী নুরুল আমিন হত্যা মামলার প্রধান আসামী বুলবুল ইসলাম বুলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেল ৫ টায় গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুশরাত জাবীন নিম্মীর আদালতে এ জবানবন্দি দেয়। এর আগে রোববার সকালে সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুকুল হোসেন সরদার জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে এবং এ কিলিং মিশনে ৬ জন হত্যাকারী অংশ নেয় বলে সে বিচারকের কাছে স্বীকার করে। হত্যাকারী বুলু নিহত নুরুল আমিনের আপন ভগ্নিপতি। বিগত ২৯ অক্টোবর রাত ৯ টার দিকে শহর সংলগ্ন ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি আরো জানান, ওইদিন ঘোষেরচর গ্রামের হাজী নাদের আলী মোল্যার ছেলে ইতালী প্রবাসী নুরুল আমিন রাতের খাবার খাওয়ার সময় ৪ জন মুখোশধারী ঘরের মধ্যে ঢুকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী ইরাজী বেগম (৩০) ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সে সময়ে নিহতের পিতা হাজী নাদের আলি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় মূল আসামীসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।
Link copied!