AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাই উপজেলার প্রতিটি সড়কে বিপদজনক খানাখন্দ ! ঘটছে একের পর এক দুর্ঘটনা


Ekushey Sangbad

০৩:১৯ পিএম, নভেম্বর ২৩, ২০১৫
আত্রাই উপজেলার প্রতিটি সড়কে বিপদজনক খানাখন্দ ! ঘটছে একের পর এক দুর্ঘটনা

নাজমুল হক নাহিদ, আত্রাই ( নওগাঁ) প্রতিনিধিঃ আত্রাই-নওগাঁর প্রধান সড়ক ছারাও উপজেলার প্রতিটি রাস্তাগুলো বেহাল অবস্থায় পরিণত হয়েছে। অধিকাংশ পাকা রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তার মধ্যে আত্রাই-নওগাঁ রাস্তাটি উল্লেখযোগ্য। এই রাস্তাটির অসংখ্য বড় বড় খানা-খন্দকে ভরা। একটু বৃষ্টি হলে দেখে মনে হবে এ যেন রাস্তা নয় ছোট ছোট জলাশয়। এতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। রাস্তার বেহালদশায় দুর্ভোগ আর ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লক্ষ লক্ষ মানুষ। কিছু দিন পর পর ঘটেই চলেছে একের পর এক দুর্ঘোটনা। বিগত কয়েক বছর ধরে একটি রাস্তা সংস্কার করা হলে আর একটি রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আর এই অবস্থায় প্রতি বছরই মহাবিপদে পড়েন উপজেলাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ। আত্রাই উপজেলাবাসীর চলাচলের জন্য টিকসই কোনো রাস্তা আজও নির্মান করা হয়নি। যার ফলে রাস্তার কার্পেটিংয়ের এক বছরের মাথায় ঐ রাস্তা গুলো পরিনত হয় বেহাল দশায়। দেশের উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত নওগাঁ জেলা। এই জেলার অন্য উপজেলার মত আত্রাই উপজেলা ধান চাষের জন্য বিখ্যাত বলে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ রাস্তা দিয়ে প্রতিনিয়ত বিশেষ করে আহসানগঞ্জ হাটের দিনেই বিভিন্ন মালামালসহ ধানবোঝাই শত শত ভারী যানবাহন ট্রাক, ট্রাক্টর, মিনি ট্রাক, ভটভটি-লছিমন, অটোভ্যান চলাচল করে। এতে করে রাস্তাগুলোর সমস্যা দিন-দিন আরও প্রকট আকার ধারণ করছে। প্রতি বছর উপজেলার বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চললেও উপজেলা সদরের প্রাণকেন্দ্রের রাস্তাগুলোর সংস্কারের দিকে নজর নেই কর্তৃপক্ষের। রাস্তাগুলোর মধ্যে রয়েছে আত্রাই-পোড়াখালী রাস্তা, আত্রাই-সিংড়া রাস্তা, আহসানগঞ্জ-ভবানীগঞ্জ রাস্তা, আত্রাই-কালীগঞ্জ রাস্তা ও আত্রাই-নওগাঁ রাস্তা। আত্রাইয়ের সচেতন মহলের ধারণা এসব রাস্তা দিয়ে ধারণ ক্ষমতার চেয়ে বেশী ভারী যানবাহন চলাচলের ফলে এই রাস্তাগুলো খুব কম সময়ের মধ্যে বেহাল দশায় পরিনত হয়ে পড়েছে। আত্রাই হতে বিভাগীয় শহর রাজশাহী যাওয়ার একমাত্র নির্ভরযোগ্য সড়কটি হওয়ায় শত দূর্ভোগকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রী সাধারণদের। অচিরেই এই দুর্ভোগ হতে উত্তোরণ পেতে চান যাত্রী সাধারণ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিন চলাচলকারী মানুষদের ধারণা এই রাস্তা গুলোর উপর দিয়ে কোনো অসুস্থ্য মানুষ যানবাহনে চলাচল করলে রাস্তার মধ্যেই দূর্ঘটনা ঘটতে পারে। টিকসই কাজ না করার ফলে দ্্রুত এই রাস্তা গুলোর কার্পেটিং উঠে যায়। পানি নিস্কাশনের সমস্যার কারনে উপজেলার অনেক রাস্তা দ্রুত বেহালদশায় পরিনত হয়। বিশেষ করে আত্রাই-পোড়াখালী রাস্তাটি অতি জন গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে চলাচল করে স্কুল- কলেজগামী শিক্ষার্থীরা । অথচ ঘনবসতিপূর্ণ এই রাস্তা ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক অবস্থায় রয়েছে। বর্ষাকালে এই রাস্তার উপর থাকে এক হাটু পানি। বিভিন্ন নানামুখী সমস্যা এখন হাজার হাজার মানুষ দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। বিভিন্ন্ কাজ কর্মে এই রাস্তা দিয়ে চলাচল করতে চরম বিরম্ববনার শিকার হচ্ছে। উপজেলার হাতিয়াপাড়া গ্রামের মামুনুর রশিদ জানান, আমাদের এলাকায় বন্যার কারনে আত্রাই থেকে নওগাঁ জেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা বিধ্বস্ত হওয়ায় কৃষিপণ্য থেকে শুরু করে চিকিৎসা সেবা ও জেলা শহরের সাথে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তিনি দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য দাবি জানিয়েছেন। উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল মান্নান বলেন, আত্রাই সিংড়া সড়ক দীর্ঘ দিন থেকে বেহাল দশা হয়ে রয়েছে। বিশেষ করে হেলিপ্যাড বড়ব্রিজ থেকে বৈঠাখালী পর্যন্ত এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মনণফাঁদে পরিণত হয়েছে। মালিপুকুর , গুরনই, চকবিষ্টপুর, জগদাস, শিকারপুর, ডুবাই, বৈঠাখালীসহ প্রায় অর্ধশতাধিক গ্রামের লোকজন এই একটি মাত্র সড়কের উপরই নির্ভশীল। উপজেলার শাহাগোলা গ্রামের আজদ সরদার বলেন, উপজেলা সদরের সাথে আমাদের গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হয়ে থাকলেও এখনও পর্যন্ত সংস্কার করা হয়নি। রাস্তাটি বিধ্বস্ত হওয়ায় কোন অসুস্থ বেক্তিকে উপজেলা সদর হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয়। অথচ এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা। উপজেলার বজ্রপুর গ্রামের মোঃ মোতালেব মন্ডল বলেন, আত্রাই-ভবানীগঞ্জ রাস্তা দিয়ে যে কোনো যানবাহন চলাচল করে অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং কিছু দিন পরপর ঘটে একের পর এক দুর্ঘটনা। এ অবস্থা থেকে আমরা দ্রুত মুক্তি পেতে চাই। উপজেলার ঘোষপাড়া (কাজিপাড়া) মোঃ মোসলেম (মশো) পেয়াদা বলেন, কয়েক মাস আগে আমার স্ত্রী আত্রাই-ভবানীগঞ্জ রাস্তায় মাল বোঝায় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় এবং আত্রাই উপজেলা সদরে যাওয়ার জন্য এ রাস্তাটি এ এলাকার একটি একমাত্র রাস্তা যা উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু বর্তমানে রাস্তাটি চলাচলা অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার করা অতিব জরুরী। আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু বলেন, আত্রাই-নওগাঁ প্রধান রাস্তাসহ উপজেলার বেশির ভাগ রাস্তার খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, বন্যায় বিধ্বস্ত সড়ক ও রাস্তাঘাটগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু রাস্তা সংলগ্ন স্থানগুলো না শুকানোর ফলে মাটির সংকট রয়েছে। রাস্তা সংলগ্ন স্থানগুলো শুকানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব রাস্তাগুলো পুননির্মাণ করা হবে।
Link copied!