AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দু-এক দিনের মধ্যেই পৌর নির্বাচনের তফসিল


Ekushey Sangbad

১১:১৬ এএম, নভেম্বর ২৩, ২০১৫
দু-এক দিনের মধ্যেই পৌর নির্বাচনের তফসিল

ঢাকা: স্থানীয় সরকারের পৌরসভা আইন-২০১৫ (সংশোধন) পাসের গেজেট জারির পর পৌর নির্বাচনের সব ধোঁয়াশা কেটে গেছে। ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের টার্গেট রেখে দু’একদিনের মধ্যেই ২৪৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসেবে ২৯ অথবা ৩০ ডিসেম্বের হতে পারে পৌর নির্বাচন। রোববার পৌরসভা নির্বাচন নিয়ে কমিশনারদের বৈঠকের পর প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তই নিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশন। ইসি সূত্রে এ খবর জানা যায়। ইসি কর্মকর্তা সূত্রে জানা যায়, রোববার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। এরপরেই সিইসির নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে বসে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে। রোববারই চুড়ান্ত বিধিমালা ও আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ইসি সূত্রে জানা যায়, রোববার দুপুরে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সন্ধ্যার পর আচরণ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। কমিশন থেকে আজ সোমবার দুপুরের মধ্যে দু’টি বিধিমালার ভেটিং সম্পন্ন করে ফেরত পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। কারণ সোম বা মঙ্গলবারেই পৌরসভা নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন বিধিমালা এবং আচরণ বিধিমালা ভেটিং হয়ে আসলেই এই দুই দিনের মধ্যেই তফসিল ঘোষণা করার ইচ্ছা ইসির। সোমবার আইনমন্ত্রণালয় বিধিমালায় ভেটিং সম্পন্ন করে ইসিতে পাঠালে তা কমিশন আরেকবার দেখবে। মন্ত্রণালয়ের সঙ্গে ইসির দ্বিমত না থাকলে বিধিমালা জারির জন্যে এসআরও নম্বর দিতে আইন মন্ত্রণালয়ে আবার পাঠানো হবে। এসআরও নম্বর যোগ হলেই বিধিমালার গেজেট প্রকাশ করা হবে বলে ইসি কর্মকর্তারা জানান। এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, ‘সংসদে ইতিমধ্যে পৌরসভা সংশোধন আইন পাস হয়েছে। এর আলোকে বিধিমালা ও আচরণ বিধিমালা প্রণয়ণ করা হয়েছে। আশা করছি, আইন মন্ত্রণালয় থেকে সোমবার দুপুরের মধ্যে এটা চূড়ান্ত হয়ে ইসিতে পৌঁছাবে। এরপরই আমরা সোমবার বা মঙ্গলবারের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারি। সেক্ষেত্রে নির্বাচন হবে ডিসেম্বরের ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে, জানান তিনি। তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘মন্ত্রণালয়ের ভেটিং শেষে সোমবারই সবকিছু চূড়ান্ত হলে সোমবারই তফসিল দিতে প্রস্তুত আমরা।’ এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে কমিশনে এখনো বৈঠক হয়নি। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসার পর বিধিমালা চূড়ান্ত করা হবে। এরপর নির্বাচনের তারিখ ঠিক করা হবে। তবে আমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করার ইচ্ছা রয়েছে।
Link copied!