AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে ৩১৪ বিদেশীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার


Ekushey Sangbad

০৭:০৫ পিএম, নভেম্বর ২১, ২০১৫
পার্বতীপুরে ৩১৪ বিদেশীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আব্দুল¬াহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুর সদরে ইতালিয় নাগরিক গুলি বিদ্ধ হওয়ার পর পার্বতীপুরের ৫টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ১১টি দেশের ৩১৪ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। প্রতিষ্ঠান গুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আর্ম ব্যাটালিয়ান মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। কাউকে সন্দেহ ভাজন মনে হলে চালানো হচ্ছে তল্লাসী। সেই সাথে বিদেশীদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছেন নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিদেশীদের পুলিশী প্রহরায় চলাচল করতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পার্বতীপুরে সরকারী ও বেসরকারী মিলে ৫ প্রতিষ্ঠানে ৩১৪ জন বিদেশী কর্মরত আছে। এদের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রেই রয়েছে ২৬৪ জন চীনা নাগরিক। এ ছাড়াও মধ্যপাড়া কঠিন শিলা খনিতে রয়েছেন ৪ জন ইউক্রেনীয় নাগরিক। ল্যাম্ব মিশনারী হাসপাতালে রয়েছেন ৪১ জন বিদেশী। এদের মধ্যে ২জন জার্মানীর, ৪ জন কুরিয়ার, ১০জন ডাচ, ৫জন সুইজারল্যান্ডের, ৯জন আমেরিকার, ৭জন ব্রিটিশ ও ৪জন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছে। অপর দিকে বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রে ১১জন বিদেশীর মধ্যে ৯জন ব্রিটিশ, ১জন পোল্যান্ড ও ১জন আয়ারল্যান্ডের নাগরিক রয়েছেন। ল্যাম্ব মিশনারী হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এ্যানোস সরেন বলেন, বিদেশীদের চলাচলে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক ড. স্টিভ উইদিং টন। বিদেশীদের জরুরী প্রয়োজন ছাড়া অফিসের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, বিদেশীদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক ফেরদৌস আলম বলেন, খনিতে কর্মরত চীনা কর্মকর্তা ও শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি আর্ম পুলিশ মোতায়েন আছে খনি এলাকায়। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, রংপুরে জাপানী নাগরিক হত্যার পর থেকে পার্বতীপুরে কর্মরত বিদেশীদের সর্বাত্বক নিরাপত্তা দেওয়া হচ্ছে। দিনাজপুরের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এ ব্যপারে জানতে চাইলে দিনাজপুরে সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানী নাগরিক হত্যাকান্ডের পর পার্বতীপুরের ৫টি প্রতিষ্ঠানে কর্মরত ৩১৪ জন বিদেশী নাগরিকের চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছিল। এর পরেও গতকাল বুধবার দিনাজপুর সদরে আবারো ইতালীয় নাগরিকের ওপর হামলার কারনে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয়েছে। বিদেশী নাগরিকদের কর্মস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Link copied!