AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উখিয়া হাসপাতালে ডায়রিয়া রোগীর ভীড়: ঔষুধ সংকট


Ekushey Sangbad

০৫:০৬ পিএম, নভেম্বর ২১, ২০১৫
উখিয়া হাসপাতালে ডায়রিয়া রোগীর ভীড়: ঔষুধ সংকট

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সর্বত্রে ডায়রিয়া রোগ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু, কিশোরেরা এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালে ডায়রিয়া রোগীর ঔষুধ সংকটের কারণে রোগীদের দুর্ভোগ আরো বেড়েছে। মহিলা ও পুরুষ ওয়ার্ডে জায়গা সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও টয়লেটের পাশে ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে হাসপাতাল ঘুরে দেখা যায়, মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগীদের ঠাই না হওয়ায় বারান্দা ও টয়লেটের পাশে ডায়রিয়া রোগে আক্রান্ত শিশু, কিশোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় জালিয়াপালং জুম্মাপাড়া গ্রামের শাহজাহান জানায়, তার ১০ মাসের শিশু আরফাত ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ওয়ার্ডগুলোতে জায়গা না থাকায় তাকে শিশু নিয়ে টয়লেটের পাশে অপরিচ্ছন্ন জায়গায় অবস্থান নিয়ে আরফাতের চিকিৎসা নিতে হচ্ছে। সে আরো জানায়, গত ৩ দিন যাবত হাসপাতালে ভর্তি থাকলেও আরফাতের কোন উন্নতি হয়নি। একই অভিযোগ চৌধুরীপাড়া গ্রামের আব্দুল করিমের। সে জানায়, ৩ মাসের রাইসা মনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঔষুধ পত্র দেওয়া হয়নি। ডাক্তার বলছে, বাইরের ফার্মেসি থেকে ডায়রিয়া রোগের ঔষুধ ক্রয় করে আনতে হবে। গয়ালমারা গ্রামের কামাল উদ্দিন জানায়, ৯ মাসের তানিয়াকে ভর্তি করা হয়েছে ২ দিন আগে। ডাক্তার, নার্সরা সময়মতো না আসার কারণে চিকিৎসা দেওয়া হয়নি। যার ফলে রোগীর অবস্থা আরো অবনতি হচ্ছে। সে জানায়, এ অবস্থায় হাসপাতাল ত্যাগ করা ছাড়া আর কোন উপায় দেখছি না। মেডিসিন কক্ষে উপস্থিত নার্স ফারিকুন আক্তার ঔষুধ সংকটের সত্যতা স্বীকার করে বলেন, প্রতিনিয়ত অসংখ্য ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে। বর্তমানে ৪৫ জন ডায়রিয়া আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি আছে। ৫ জন ডায়রিয়া রোগীকে অন্যত্রে হস্তান্তর করা হয়েছে। ইমার্জেন্সীতে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার কমলিকা ডায়রিয়া রোগের ঔষুধ সংকটের সত্যতা স্বীকার করে বলেন, ব্যবস্থা পত্র অনুযায়ী রোগীরা বাহির থেকে ঔষুধ ক্রয় করে নিয়ে আসলে তা দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে। টয়লেটের পাশে ডায়রিয়া রোগী রাখার ব্যাপারে জানার জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবিউর রহমানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Link copied!