AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাণভিক্ষা চেয়েছেন মানবতাবিরোধী অপরাধী সাকা-মুজাহিদ


Ekushey Sangbad

০৩:৩৯ পিএম, নভেম্বর ২১, ২০১৫
প্রাণভিক্ষা চেয়েছেন মানবতাবিরোধী অপরাধী সাকা-মুজাহিদ

ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এরমধ্যে দিয়ে কার্যত তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগে সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। মানবতাবিরোধী অপরাধে এরআগে দুই জামায়াত নেই কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগে তারা কেউ-ই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি। কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কেউ-ই আগ্রহ দেখাচ্ছেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সাকার সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারাও পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দুই কারা কর্মকর্তা সাকা-মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে আবেদন নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে।
Link copied!