AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালির হোটেলে অভিযান শেষে উদ্ধার সকল জিম্মি, নিহত ২৭


Ekushey Sangbad

১০:০৮ এএম, নভেম্বর ২১, ২০১৫
মালির হোটেলে অভিযান শেষে উদ্ধার সকল জিম্মি, নিহত ২৭

মালির রাজধানী বামাকোর পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলের জিম্মি থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। রেডিসন ব্লু হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। বন্দুকধারীরা ১৭০ জনকে জিম্মি করে রাখে। জিম্মিদের মুক্ত করতে হোটেলটিতে অভিযান চালায় মালি ও ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা। রয়টার্স জানিয়েছে, রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। মালি ও ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। হোটেল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, সবাইকে উদ্ধার হয়েছে এবং লাশের সংখ্যা ২০। অন্যদিকে সিএনএন জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে ১০ জন। আল জাজিরা জানাচ্ছে, হোটেল থেকে অন্তত ৮০ জন জিম্মি পালাতে সক্ষম হয়েছে অথবা তাদেরকে উদ্ধার করা হয়েছে। । এছাড়া হামলাকারীরা নিজেরাও কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে। মালির স্পেশাল ইউনিটের সদস্যরা হোটেলটিতে প্রবেশ করেছে। ফ্রান্সও তাদের স্পেশাল ইউনিটের সদস্যদের মালিতে পাঠিয়েছে। জিম্মি তিনজন নিহত। জিম্মিদের মধ্যে ভারত, ফ্রান্স, চীন ও তুর্কির নাগরিক আছেন। মালিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, হোটেলটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিরাপদে আছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, হোটেলটিতে আটকে পড়া চার চীনা নাগরিক নিরাপদে বের হতে সক্ষম হয়েছে। এর আড়ে এ টেলিভিশনটি ১০ চীনা নাগরিকের জিম্মি হওয়ার খবর প্রচার করেছিল। মালির স্বরাষ্ট্রমন্ত্রী সালিফ ট্রাওরে জানিয়েছেন, জিম্মি সংকটে জড়িত কাউকে কোনরকম ছাড় দেয়া হবে না। এএফপি জানিয়েছে, হোটেলটির ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে। হামলার পরপরই ১৯০ কক্ষবিশিষ্ট হোটেলটি নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে। হোটেলটি 'দ্য রেজিডর হোটেল গ্রুপ' নামক প্রতিষ্ঠানের চেইন। প্রতিষ্ঠানটি বলেছে, তারা হামলার বিষয়ে অবগত আছে। হোটেলটিতে সেসময় ১৪০জন অতিথি ও ৩০ জন কর্মী ছিল।
Link copied!