AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাজাবাবা ফরিদপুরী ছাহেবের বেছালত দিবস শ্বাশত শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ


Ekushey Sangbad

০৪:২২ পিএম, নভেম্বর ২০, ২০১৫
খাজাবাবা ফরিদপুরী ছাহেবের বেছালত দিবস শ্বাশত শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ

কে. এম. রুবেল, ফরিদপুর প্রতিনিধি : শ্বাশত শানিমশ, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানিয়ে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী ( কু:ছে:আ:) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস উপলক্ষ্যে দু‘দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বিশ্ব জাকের মঞ্জিলে সম্পন্ন হয়েছে। হিজরী সন মোতাবেক শুক্রবার ৭ সফর বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের পবিত্র বেছালত দিবস। অত্যন্ত শোকঘন ও বেদনাবিঁধুর অনুষ্ঠানে আজ বাদ জু‘মা বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়। এ সময় দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি , মুসলিম উম্মাহ্র ঐক্য, সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও প্রগতি কামনা করা হয়। প্রসঙ্গত : আজ থেকে ১৪ বছর আগে ১৪২৩ হিজরীর ৬ সফর দিবাগত রাত ১ টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর বিশ্ব ওলী কেবলাজান ছাহেব দেশ - বিদেশের কোটি কোটি বিশ্বাসী নারী - পুরুষকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন। ৭ সফর অনুষ্ঠানে শরীক হতে সারা দেশ থেকে লাখো শান্তিকামী নারী-পুরুষ সমবেত হন বিশ্ব জাকের মঞ্জিলে। বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব অনুষ্ঠানে বিশেষ নসিহত দান করেন।এ দিকে, আজ দেশব্যাপী ও বহির্বিশ্বে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমুহের উদ্যোগে ঘরে ঘরে অত্যন্ত ভাব-গম্ভীর ও শোকঘন আবহে ধর্মীয় নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের পবিত্র বেছালত দিবস স্মরণ করছে।দু‘দিনের অনুষ্ঠানমালায় ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী , তেলাওয়াতে কালামে পাক , দফায় দফায় মিলাদ মাহ্ফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার ও ওযাজ নসিহত অনুষ্ঠিত হয়। একুশে সংবাদ ডটকম//এম এম//২০-১১-২০১৫
Link copied!