AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে কারনে ফিরছেন খালেদা জিয়া


Ekushey Sangbad

০১:০৬ পিএম, নভেম্বর ২০, ২০১৫
যে কারনে ফিরছেন খালেদা জিয়া

গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা। বিএনপি নেতাদের ভাষ্যমতে, লন্ডনে চিকিৎসা সম্পন্ন না করেই আগামীকাল শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘চিকিৎসাজনিত কারণে’ এর আগে কয়েকবার আসার ঘোষণা দিয়েও না আসার প্রেক্ষিতে ‘খালেদা জিয়া আদৌ ফিরবেন কি না’ এ ব্যাপারে সরকারের তরফে নানা তীর্যক বক্তব্য আসে। তবে সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে দেশে ফিরছেন তিনি। এর আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হলেও বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে এবার নির্ধারিত তারিখেই ২১ নভেম্বর বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে খালেদা জিয়ার ফেরার কথা রয়েছে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গুলশান কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। কার্যালয়ের নিরাপত্তা বেষ্টনীতেও লাগানো হচ্ছে রং। কার্যালয়ের এক কর্মকর্তা জানান, চেয়ারপারসন দেশে আসছেন। তিনি দীর্ঘদিন কার্যালয়ে আসনেনি। তাই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। দেয়ালেও রং করা হচ্ছে। গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, “দেশের ক্রান্তিকাল ও রাজনীতির সঙ্কট বিবেচনা করেই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা অসমাপ্ত রেখে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।” গত দুই মাস ধরে লন্ডনে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গেই আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানেই এবারের কোরবানির ঈদ কেটেছে তার। লন্ডনে বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দিয়েছেন। খালেদার লন্ডনে অবস্থানের মধ্যেই বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হয়েছেন এবং তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে দুই পুলিশকে, সেসব ঘটনার জন্য বিএনপি নেত্রীকেই দায়ী করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরিই বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ‘বানচালের উদ্দেশ্যে’ বিদেশে বসে খালেদা বাংলাদেশকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্র’ করছেন। অন্যদিকে বিএনপি বলে আসছে, সরকার নিরাপত্তা দিতে ‘ব্যর্থ হয়ে’ এখন তাদের ওপর ‘দায় চাপাচ্ছে’।
Link copied!