AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকার সঙ্গে দেখা করতে যাচ্ছে পরিবার


Ekushey Sangbad

১১:০৪ এএম, নভেম্বর ১৯, ২০১৫
সাকার সঙ্গে দেখা করতে যাচ্ছে পরিবার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতিও পেয়েছেন তারা। সাকার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কয়েকদিন আগেই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দেখা করার অনুমতিও দিয়েছে। পরিবারের কয়েকজন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন। এদিকে অন্যদিনের মতো রাজধানীর ধানমণ্ডিতে সাকা চৌধুরীর রাজধানীর ধানমণ্ডির বাড়িতে লোক সমাগম দেখা যায়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউয়ের রায়ের আগে পর্যন্ত শক্ত থাকা সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বলে সূত্র জানিয়েছে। অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর পরিবার থাকেন ধানমণ্ডি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর ‘কিউসি রেসিডেন্স’ নামক বাড়িটিতে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে সাকা চৌধুরীর স্ত্রীসহ তার সন্তানরা এবং আর দু' একজন নিকট আত্মীয় অবস্থান করছেন। তারা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও বাড়ির ভেতর থেকে বলা হয়েছে। সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর পৈত্রিক বাসভবন চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের গনি বেকারির মোড়ের গুডস হিলে।
Link copied!