AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমরান খান-রেহাম বিচ্ছেদের নেপথ্যে


Ekushey Sangbad

০৫:৫৯ পিএম, নভেম্বর ১৬, ২০১৫
ইমরান খান-রেহাম বিচ্ছেদের নেপথ্যে

একুশে সংবাদঃ পাকিস্তানের রাজনৈতিক তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান এবং রেহাম খানের মধ্যে বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ ছিল রেহামকে বাইরে রেব হতে না দেয়া। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রেহাম নিজেই। বিষয়টি পাঠকের কাছে তুলে ধরেছে এনডিটিভি। সাক্ষাৎকারে ১০ মাসের সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ৪২ বছর বয়সী পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক রেহাম। রেহাম খান বলেন, ইমরানের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা আমাকে বলেছেন, তারা চান আমি রান্নাঘরে যাই। চাপাতি বানাই। আর আমি যেন বাইরে না বের হই। গত ৩০ অক্টোবর ইমরান খানের সঙ্গে রেহাম খানের বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তখন রেহামের বিরুদ্ধে ৬২ বছর বয়সী ইমরান অভিযোগ করেন, রেহাম তার (ইমরানের) রাজনৈতিক জীবনে অনধিকার চর্চা করছেন। ইমরানের সঙ্গে রেহামের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ইমরান খান ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। জেমিমার সঙ্গে নয় বছর ঘর করার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রেহাম খানের আগের সংসারে তিন সন্তান আছে। রেহামের দাবি, তিনি নানা বিষয়েই ইমরানের সঙ্গে কথা বলতে চেয়েছেন। কিন্তু ইমরানের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। রেহাম বলেন, ইমরানের সঙ্গে ঘরের পর্দার রং কিংবা বলিউডের ছবি নিয়ে আলোচনা করা যেত না। তার সঙ্গে শুধু রাজনীতি নিয়েই কথা বলতে হতো। তার পরও চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে রেহাম খান জানান, তিনি পাকিস্তানের পথশিশুদের নিয়ে কাজ চালিয়ে যেতে চান। এ নিয়ে দুটি ছবিও বানিয়েছেন। রেহাম আরও জানান, আমি এমন একজন মানুষকে বিয়ে করেছিলাম, যিনি ভালোবাসার কথা বলে আমাকে মুগ্ধ করেছিলেন। তার জীবনে একাকিত্ব ছিল। আমি ভেবেছিলাম, জীবন নিয়ে দুইজনের ভাবনা ও লক্ষ্য একই ধরনের। কিন্তু সেটা ছিল ভুল। আসলে আমাদের মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ১৬.১১.২০১৫
Link copied!