AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রত্যেকের নিরাপত্তা দিতে পারব না : আইজিপি


Ekushey Sangbad

০১:৫৬ পিএম, নভেম্বর ১৬, ২০১৫
প্রত্যেকের নিরাপত্তা দিতে পারব না : আইজিপি

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহীদুল হক বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে যারা হামলা ও হত্যার হুমকির শিকার হয়ে নিরাপত্তা চেয়েছেন তাদেরকে আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছি। সম্প্রতি লেখক, প্রকাশক হত্যা ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে নিহত ১৩ পুলিশ সদস্যের পরিবারকে অর্থসহায়তা প্রদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামানকে যে মোবাইল থেকে হুমকি দেয়া হয়েছে সে মোবাইল ফোনের মালিককে শনাক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি স্বীকার করেছেন ওটা তারই সিম নম্বর কিন্তু সেটা ক্লোন করা হয়েছে। যে ব্যক্তি ক্লোন করেছে তার নামও তিনি জানিয়েছেন। পুলিশ খোঁজ খবর নিচ্ছে, মূল হুমকিদাতা পলাতক আছে।’ আইজিপি জানান, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, যে ব্যক্তি হুমকি দিয়েছে, সে ব্যক্তি জঙ্গি তৎপরতায় লিপ্ত আছে। আইজিপি বলেন, ‘আমরা মূল সিমের মালিককে গ্রেপ্তার করতে পারতাম, এমনকি আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলাও করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। কারণ আমরা জানতে পেরেছি তিনি প্রকৃতপক্ষে নিরপরাধ। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি করতে চাই না।’ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যেই আছে জানিয়ে সম্প্রতি ব্লগার হত্যা, শিয়া মসজিদে হামলার ব্যাপারে তিনি বলেন, ‘অধিকাংশ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। প্রত্যেকটা মামলারই অগ্রগতি আছে। তদন্ত পুরোপুরি সম্পন্ন হলে আমরা গণমাধ্যমকে জানাবো। লেখক-প্রকাশক ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকির প্রেক্ষিতে যারা নিরাপত্তা চেয়েছেন তাদের ব্যাপারে বলতে গিয়ে আইজিপি বলেন, ‘প্রত্যেককে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে যারা নিরাপত্তা চেয়েছেন তাদের আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছি।’
Link copied!