AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আবাউদ প্যারিসে হামলার প্রধান পরিকল্পনাকারী ’


Ekushey Sangbad

০৫:৪২ পিএম, নভেম্বর ১৬, ২০১৫
‘আবাউদ প্যারিসে হামলার প্রধান পরিকল্পনাকারী ’

একুশে সংবাদঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারীর নাম শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এপি-কে ফ্রান্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই পরিকল্পনাকারী হচ্ছেন বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদ। এর আগে গার্ডিয়ান জানিয়েছিল, কোম্পতোর ভলতেয়ার ক্যাফেতে হামলাকারী ইব্রাহিম আবদেসলামের সঙ্গে আবাউদের সংযোগ ছিল। গত আগস্টে ফ্রান্সের থেলিসে ট্রেনে সন্ত্রাসী হামলা চেষ্টার ঘটনার সঙ্গেও আবাউদের নাম উঠে এসেছিল। আমস্টারডাম থেকে প্যারিসের পথে যাওয়ার সময় ওই ট্রেনে এক জঙ্গি যাত্রীদের গুলি করার চেষ্টা করে, কিন্তু যাত্রীরা তাকে নিরস্ত্র করতে সক্ষম হয়। ফ্রান্সের আরটিএল রেডিও জানিয়েছে, বেলজিয়ান বংশোদ্ভূত ২৭ বছর বয়সী আবাউদ সিরিয়াতে ইসলামিক স্টেটসের সবচেয়ে সক্রিয় হত্যাকারীদের মধ্যে অন্যতম। তার জন্মস্থান বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসের মোলেনবিক এলাকায় পুলিশ বেশ কয়েকবার হানা দিয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে , আবাউদ পুরো আক্রমণের তত্ত্বাবধানে ছিলেন এবং অর্থায়নও তিনি করেছেন। তার বিরুদ্ধে বেলজিয়ামে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে এবং তিনি সর্বশেষ গ্রিস থেকে ফোন ব্যবহার করেছিলেন। গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্ট।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হোসেন/ ১৬.১১.২০১৫
Link copied!