AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

 শিল্প ও সংস্কৃতির মধ্যে কোনো রাজনীতি নয় ,,সালমান খান


Ekushey Sangbad

১১:০৪ এএম, নভেম্বর ৬, ২০১৫
 শিল্প ও সংস্কৃতির মধ্যে কোনো রাজনীতি নয় ,,সালমান খান

একুশে সংবাদ .কম : সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত গজল শিল্পী গোলাম আলীকে মুম্বাইয়ে গান গাইতে দেয়নি ভারতের পাকিস্তান বিদ্বেষী উগ্রপন্থী দল শিবসেনা। আর এ কারণেই ভারতের সব গানের অনুষ্ঠান বাতিল করেছেন গোলাম আলী। বলিউডের লাভার বয় সালমান খান গোলাম আলীর এই শিডিউল বাতিলের বিয়টিকে কোনো রাজনৈতিক কারণ হিসেবে দেখছেন না। প্রেম রতন দান পায়ো ছবির প্রচারকার্যে অংশ নিতে বুধবার সালমান খান ও সোনম কাপুর দিল্লিতে যান। সেখানে এক সাক্ষাৎকারে সালমান বলেন, শিল্প কোনো বর্ডার মানে না। সবারই শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিৎ। আমি এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার লক্ষ্য করছি না। আমি মনে করি, শিল্প ও সংস্কৃতির মধ্যে রাজনৈতিক অনুপ্রবেশ থাকা উচিৎ নয়। সালমান খান আরও বলেন, আমার সর্বশেষ ছবি ‘বজরাঙ্গি ভাইজান’ পাকিস্তানে ভাল ব্যবসা করেছে। সুতরাং শিল্পকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো উচিৎ নয়। সিএনএন-আইবিএনকে দেয়া এক সাক্ষাৎকারে গোলাম আলী বলেন, ভারতে প্রোগ্রামের সব শিডিউল বাদ দিয়েছি। ব্যাপারটির সুরাহা না হওয়া পর্যন্ত ভারতে আসার কোনো সুযোগ নাই। মুম্বাইয়ের ঘটনায় আমি খুব আহত হয়েছি। যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় ভক্তরা আমার খুবই অনুরক্ত। আমি এখানে গান গাইতে আসি, রাজনীতি করতে নয়।   বিবি চোপরার ‘নিকাহ’ ছবির ‘চুপকে চুপকে রাত দিন’ জনপ্রিয় গানটির মাধ্যমে ভারতীয় সিনেমায় যাত্রা শুরু করেন গোলাম আলী।     একুশে সংবাদ ডটকম //এম এম//০৬-১১-২০১৫
Link copied!