AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন ৩ জিরাফের আগমন !


Ekushey Sangbad

০৬:৫৪ পিএম, অক্টোবর ১৫, ২০১৫
বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন ৩ জিরাফের আগমন !

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি সানি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু সাফারি পার্ক। পর্যটকদের জন্য বিশাল মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে বহু বিচিত্র প্রাণীদের নিয়ে এই বিশ্বে অন্যতম একটি পর্যটক কেন্দ্র আন্তর্জাতিক বঙ্গবন্ধু সাফারি পার্ক । প্রতিদিনিই হাজার হাজার দেশি বিদেশী দর্শনার্থীর পদচারণায় পার্কটি হয়ে ওঠেছে আন্তার্জাতিক মানের। জোহানেসবার্গ থেকে গত ১৪ই অক্টোবর বুধবার নতুন অথিতি হয়ে আরো তিন আফ্র্রিকান জিরাফ যোগ হয়েছে। আফ্রিকার জোহানেসবার্গ থেকে আকাশ পথে ঢাকায় আসে তিন নতুন অথিতি জিরাফ। পরে বিমানবন্ধরের আনুষ্ঠানিকতা শেষে রাত নয়টার দিকে পার্কের আফ্রিকান সাফারি পার্কের ছোট কোয়ারেন্টাইল জোন(খন্ডকালীন সময়) বেষ্টনীতে এগুলো ছারা হয়। তিনটির মধ্য একটি পুরুষ ও দুটি স্ত্রী জিরাফ রয়েছে। পরে সড়ক পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর এলাকয় প্রায় ৪২একর জমির উপর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সাফারি পার্কে এনে ছোট বেষ্টনিতে তিন জিরাফকে রাখা হয়। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো: আনিসুর রহমান জানান, জিরাফ হচ্ছে তৃণভোজী সবচে উঁচু প্রাণী। এরা গাছের উপরের অংশ থেকে খাবার খায়। আফ্রিকার থেকে আনা জিরাফ আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ৩-৪ চার মাস সময় লাগবে। তাই এদের কে ছোট বেষ্টনীতে আলাদা রাখার হয়েছে। সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রাসাদ ভট্টাচার্য জানান, নতুন ৩ অথিতি জিরাফ নিয়ে পার্কে মোট জিরাফের সংখ্যা দাড়াল ৬-এ। এদের মধ্যে ২টি পুরুষ ও ৪টি স্ত্রী জিরাফ রয়েছে। তিনি বলেন প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি জিরাফ জোহানেসবার্গের মেনাস গ্রুপ নামরে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদানি করে ফেলকন ট্রেডার্স বাংলাদেশ।     একুশে সংবাদ ডটকম/এসএস/১৫.১০.২০১৫
Link copied!