AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র এক সপ্তাহের ব্যবধানে নড়াইলে স্কুল ছাত্র, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে খুন, নিখোজ দুই ব্যক্তির লাশ উদ্ধার


Ekushey Sangbad

১১:৪৬ এএম, অক্টোবর ৪, ২০১৫
মাত্র এক সপ্তাহের ব্যবধানে নড়াইলে স্কুল ছাত্র, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে খুন, নিখোজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি উজ্জ্বল: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে দুইপক্ষের সংর্ঘষে গুলিতে ইকবাল সমাদ্দার (২৫) নিহত হয়েছেন। নিহত ইকবাল কোটাকোল গ্রামের রূপাই সমাদ্দারের ছেলে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে গত সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ৬০ রাউন্ড শর্টগানের গুলি এবং পাঁচ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলম এবং সাবেক চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি হেমায়েত হোসেন হিমুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গতকাল সোমবার সকালে দুইপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে হিমু পক্ষের ইকবাল নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেমায়েত হোসেন হিমু অভিযোগ করেন, প্রতিপক্ষ খান জাহাঙ্গীর আলমের লোকজন তাদের ওপর শটগানের গুলি ছোড়ে। এ গুলিতে তার লোকজন হতাহত হন। এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম ও তার লোকজন জানান, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করেছে।   লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬০ রাউন্ড শটগানের গুলি এবং পাঁচ রাউন্ড টিয়ারশেল ছুঁড়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ ঘটনায় পুলিশ কোটাকোল গ্রামের সজল মোল্যা আরজ (৩০), দিদার লস্কর (২৬) ও ঘাঘার সবেদ আলী ফকিরকে (৫০) আটক করেছে। অপরদিকে নড়াইলের লোহাগড়ায় তৃতীয় শ্রেণির ছাত্র শাহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শাহিনের মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার সহ¯্রাধিক নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৃতদেহ নিয়ে শাহিনের বাড়ি কালা চাঁদপুর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে নলদী বাজারে যায়। এসময় বাজার সড়কের দুপাশে দাড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে। নানা শে¬াগানের প¬াকার্ড নিয়ে আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে নিহত শাহিনের স্কুলের শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষরা অংশগ্রহণ করে নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য দেন নলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, মিজানুর রহমান, মেহেদী হাসান, লিয়াকত হোসেন প্রমুখ।     একুশে সংবাদ ডটকম/এসএস/০৪.১০.২০১৫
Link copied!