AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা


Ekushey Sangbad

১১:২৭ এএম, অক্টোবর ৩, ২০১৫
মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা

একুশে সংবাদ :মুক্তিযুদ্ধে মানবাতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম কারাগারের গেটে পৌঁছান। আইনজীবীরা কারাগারে পৌঁছান বলে নিশ্চিত করেছেন জেলার নেসার আলম। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে আইনজীবীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। এর আগে মুজাহিদের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানিয়েছিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কারাগারে তিনিসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম দেখা করবেন। গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর এ দুজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর দুজনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। সে থেকে দুজনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।   একুশে সংবাদ ডটকম/এসএস/০৩.১০.২০১৫
Link copied!