AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীরগঞ্জে মাষ্টার দ্যা সূর্যসেন গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টর পুরস্কার বিতরন


Ekushey Sangbad

০৪:৩৮ পিএম, অক্টোবর ২, ২০১৫
বীরগঞ্জে মাষ্টার দ্যা সূর্যসেন গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টর পুরস্কার বিতরন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি মিলন: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গত বৃহস্পতিবার রাত্রী ১১টায় বীরগঞ্জ উপজেলা সৈনিক লীগ আয়োজিত মাষ্টার দ্যা সূর্যসেন গোল্ডকাপের নাইট সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাষ্টার দ্যা সূর্যসেনের দুঃসাহসিক ভূমিকার কথা স্বরণ করে বক্তব্যে বলেন মাষ্টার দ্যা সূর্যসেন ছিলেন আমাদের অহংকার আমাদের গর্ব। গত ২৯ শে সেপ্টেম্বর বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্দ্যোগে ৩ দিন নের মাষ্টার দ্যা সূর্য সেন গোল্ডকাপ নাইট সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ আজিজুল ইমাম চৌধুরী। বীরগঞ্জ উপজেলা সৈনিক লীগের আহব্বায়ক মোঃ নাহিদের সভাপতিত্বে এবং মোঃ বোরহান উদ্দিন রিফাত এর মনমুগ্ধ ধারাভাষ্যয় ফাইনাল খেলার পুরস্কার বিতরন কালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু হুসাই বিপু। এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা ছাত্র লীগের আহব্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাতোর ইউপি চেয়ারম্যান রবিন্দ্র নাথ বর্মন গোবিন, বীরগঞ্জ ডিগ্রী কলেজে প্রভাষক জয়নাল আবেদীন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য সম্পাদক দশরথ রায় বাবুল প্রমুখ। ফাইনাল খেলায় বীরগঞ্জ পৌর নাইটরাইটার্স ক্রিকেট ক্লাব ৯ নং সাতোর ইউনিয়ন পরিষদ ক্রিকেট একাদশকে ৫ উইকেটে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় বিজয়ী দলের ক্যাপ্টেন জয় এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোঃ মুন্না। খেলা শেষে প্রধান অতিথি মনোঞ্জন শীল গোপাল বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন। এসময় বিজয়ী দলের অনুরোধ ক্রমে তাদের পক্ষে পুরুস্কার গ্রহন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা মোঃ আবু হুসাই বিপু। খেলা সার্বিক ভাবে পরিচালনার দায়ীত্ব পালন করেন বীরগঞ্জ সৈনিক লীগের নেতৃত্ববৃন্দ ও বীরগঞ্জের যুব সমাজ। প্রধান অতিথি ও বক্তাগন বলেন, মাষ্টার দ্যা সূর্যসেন মাতৃভূমি রক্ষায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক। সূর্য সেন ছিলেন ব্রিটিশ শাসক গোষ্ঠির জন্য আতংকিত একটি নাম। তার আন্দোলনের দূরদর্শীতা এবং দুঃসাহসিক নেতৃত্বের কারনে এই উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসক গোষ্ঠি পালিয়ে যেতে বাধ্য হয়। তার এই মহান আত্মত্যাগের কথা আজও আমাদেরকে উদজ্জীবিত করে। আজকে আমাদের এই যুব সমাজ মাষ্টার দ্যা সূর্যসেনের আদর্শকে ধারন করে এবং তার অবদানের কথা স্মরনীয় করে রাখতে বীরগঞ্জ উপজেলা সৈনিক লীগ আয়োজিত মাষ্টার দ্যা সূর্যসেন গোল্ডকাপের নাইট সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করায় সৈনিক লীগ ও বীরগঞ্জের যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একুশে সংবাদ ডটকম/এসএস/০২.১০.২০১৫
Link copied!