AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা ইলিশ রক্ষায় ১শ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা


Ekushey Sangbad

১০:১৫ এএম, অক্টোবর ২, ২০১৫
মা ইলিশ রক্ষায় ১শ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা

চাঁদপুর: মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম ৭ দিনে চাঁদপুরে ১শ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭ জেলেকে আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা সাদীদ ও কামাল মোহাম্মদ রাশেদ পৃথক দু’টি অভিযান চালিয়ে ১৫ জন জেলেকে ১ মণ মা ইলিশ ও ১৮ হাজার বর্গমিটার কারেন্টজালসহ আটক করে। এর মধ্যে ৪ জেলেকে ২ বছর, ১ জনের ৫ হাজার টাকা জরিমানা, ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তর এবং বাকি প্রত্যেক জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক জেলেরা হলেন- শরীয়তপুরের কাঞ্চন ঢালী (২২), জাকির হোসেন (১৮), আব্দুর রশিদ (৩০), আব্দুর রহিম (৫৫), নূর মোহাম্মদ মাল (৩০), আব্দুল মালেক (৪০), আবুল খায়ের (৩২), শাহজালাল (২৫), আক্তার মাঝি (২৫) ও সাগর হোসেন (২০), বহরিয়া মানিক (২০), ইব্রাহীমপুরের শহীদ গাজী (২৫), দেলোয়ার (৩০), দোকানঘরের আবুল কাশেম (২০) ও গনি মিজি (২০)। অপরদিকে কোস্টগার্ডের অভিযানে আরো ১২ জেলেকে ৩০ হাজার মিটার কারেন্টজালসহ আটক করা হয়েছে। এরা হলেন- মতিরহাটের কালু মিয়া (৩০), লগ্গীমারার আনোয়ার হোসেন (৩৫), সুলতান হোসেন (২৫), নাজমুল (২০) ও জাহাঙ্গীর আলম (২৪), জাহাজমারার জাকির হোসেন (২২), সুমন হোসেন (১৮), সোলেমান (২৫), হযরত আলী (৩০), ইমরান (১৪) ও সবুজ (১০)। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা সাদীদ ও কামাল মোহাম্মদ রাশেদ নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবুল কাশেম ও গনি মিজিকে ২ বছরের কারাদণ্ড ও বাকি ১৩ জনকে ১ বছরের কারাদণ্ড দেন। অপরদিকে কোস্টগার্ড স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযানে আটক নবির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও শিশু ইমরান হোসেন এবং সবুজকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেন। বাকি ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া, দোকানঘর, হরিণা, লগ্গীমারারচরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১শ’ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযানে জেলা টাস্কফোর্স, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশ নিয়মিত অংশ নিয়েছে। সরকারের নির্ধারিত সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।     একুশে সংবাদ ডটকম/এসএস/০২.১০.২০১৫
Link copied!