AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করলেন ভক্সওয়াগনের প্রধান নির্বাহী


Ekushey Sangbad

১০:৫৫ এএম, সেপ্টেম্বর ২৪, ২০১৫
পদত্যাগ করলেন ভক্সওয়াগনের প্রধান নির্বাহী

একুশে সংবাদঃ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্ন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ভিন্টারকর্ন বলেন, গত কয়েকদিন ঘটে যাওয়া বিষয়ে আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত। ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটা ব্যক্তির ক্ষেত্রেও। পদত্যাগের মাধ্যমে সে পথ আমি পরিষ্কার করে দিলাম বলেও বিবৃতিতে উল্লেখ করেন ভিন্টারকর্ন। এক কোটিরও বেশি ডিজেলচালিত গাড়িতে জালিয়াতির আশ্রয় নেওয়ার বিষয়ে কেলেঙ্কারিতে ফেঁসে যায় জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগন। অবশ্য বিষয়টি স্বীকারও করেন মার্টিন উইনটারকর্ন। এক বিবৃতিতে এ জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, এসব গাড়িতে যে সফটওয়্যার ইনস্টল করা আছে, তার মাধ্যমে সহজেই প্রতারণা করা সম্ভব। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) জানিয়েছে, নির্গমন পরীক্ষার সময় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির এমিশন কন্ট্রোল সিস্টেম চালু হয়ে যায়। তবে অন্য সময় এই ব্যবস্থা বন্ধ থাকে, ফলে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৪০ গুণ বেশি হতে পারে। জালিয়াতির আশ্রয় নেওয়ায় মার্কিন তদন্তের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। জার্মানিতেও এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকার। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেই ভক্সওয়াগনের ডিজেলচালিত গাড়িগুলো পরীক্ষার চিন্তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, জনমনে আত্মবিশ্বাস পুনরুদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসেন/ ২৪.০৯.২০১৫
Link copied!