AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্প্যানিশ লা লিগায় সেল্টার বিপক্ষে বার্সার হার


Ekushey Sangbad

১০:৩৪ এএম, সেপ্টেম্বর ২৪, ২০১৫
স্প্যানিশ লা লিগায় সেল্টার বিপক্ষে বার্সার হার

একুশে সংবাদঃ নতুন মৌসুমে স্প্যানিশ লা লিগার আসরে প্রথম হারের স্বাদ নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেল্টাভিগোর মাঠে আতিথ্য নিয়ে লুইস এনরিকের শিষ্যরা হেরেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। স্বাগতিক হিসেবে খেলতে নামা সেল্টার হয়ে গোল করেন নোলিতো, ইয়াগো আসপাস আর জন গুইডেটি। আসপাস করেন জোড়া গোল। কাতালানদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে বার্সার। দলের সেরা তারকা মেসির একটি দারুণ শট রুখে দেন সেল্টার গোলরক্ষক আলভারেস। ১৬তম মিনিটে নেইমারও প্রতিহত হয় আলভারেসের বাধায়। ২৬ মিনিটের মাথায় প্রথম লিড নেয় সেল্টাভিগো। হুগো মাল্লোর অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন বার্সার সাবেক ফুটবলার নোলিতো। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন আসপাস। নোলিতোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন আসপাস। ২-০ গোলে লিড ধরে রেখে বিরতিতে যায় সেল্টা। বিরতি থেকে ফিরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠে বার্সা। ম্যাচের ৫৩ মিনিটে মেসির অসাধারণ একটি জোরালো শট গোলবারে লেগে ফিরে আসে। ৫৫ মিনিটে আর্জেন্টাইন তারকার তুলে মারা বলে হেড করে দলকে ব্যবধান কমানোর সুযোগটি এনে দিতে পারেননি জেরার্ড পিকে। উল্টো এক মিনিট পর ম্যাচের ৫৬ মিনিটে গোল হজম করে কাতালানরা। এবারো নোলিতোর অ্যাসিস্ট থেকে গোল করেন আসপাস। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-০ গোলের লিড পাইয়ে দেন তিনি। ৮০ মিনিটের মাথায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সার হয়ে একমাত্র গোলটি করেন নেইমার। মেসির সহায়তায় ব্রাজিল তারকা গোলটি করেন। ৮৩ মিনিটে গত মৌসুমের ট্রেবল জয়ীদের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন গুইডেটি। মাল্লোর অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোল করেন গুইডেটি। নির্ধারিত সময় শেষে ৪-১ গোলের ব্যবধানে বার্সাকে হারিয়ে মাঠ ছাড়ে সেল্টাভিগো। এ ম্যাচে হারের ফলে ৫ ম্যাচ খেলা বার্সার পয়েন্ট থমকে দাঁড়ালো ১২তেই। আর সমান ম্যাচে সেল্টার পয়েন্ট ১৩।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসেন/ ২৪.০৯.২০১৫
Link copied!