AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধারাবাহিক নাটক “ফাঁদ”


Ekushey Sangbad

১০:২৫ এএম, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ধারাবাহিক নাটক “ফাঁদ”

একুশে সংবাদঃ গাজী টিভি প্রচার :ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ০৮টা ৩০ মিনিটে বরিশাল থেকে কুকুর হত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে লঞ্চযাত্রী হয়ে ঢাকা আসছে মজনু। ঢাকায় আসতে গিয়ে তার অপরাধের তালিকায় আরও একটি মাত্রা যোগ হয়, তা হলো সে লঞ্চের ভাড়া দেয়নি। সে ঢাকায় পৌঁছে সব সময় ভয়ে ভয়ে থাকে কেউ জেনে গেল কি তার অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে। যার প্রভাব পড়ে তার চলন-বলনে। ব্যাপারটা খুব ভালোভাবেই চোখে পড়ে কাবেরের। অন্যদিকে ফকু মজনুর নিকট আত্মীয় হলেও দীর্ঘসময় ধরে সে ঢাকায় থাকে। প্রফেশনালি সে পকেটমার। ফকু পকেট মেরে পালিয়ে যাওয়ার সময় পাবিলক তাকে ধাওয়া করে। ফকু পালিয়ে যেতে পারলেও খুব আকস্মিকভাবেই কোনোকিছু না জেনে, না বুঝে ধরা খায় মজনু। এরইমধ্যে উদ্ভব হয় বগা নামের একজনের, যে ভিড়ের মাঝে মজনুর ব্যাগ নিয়ে সরে যায়। ঠিক এ সময় ছুটে আসে কাবের। কাবের সবকিছু ম্যানেজ করে নেয়। নানা ঘটনা পেরিয়ে তারা আশ্রয় নেয় ফকুর বাসস্থানে। মজনু, ফকু ও কাবের হয়ে যায় একে অপরের বন্ধু। শুরু হয় তাদের চাঁপাবাজি আর উদ্ভট কর্মকাণ্ড দিয়ে বেঁচে থাকার লড়াই। তাদের চোখে লাখ টাকার স্বপ্ন। ‘ফাঁদ’ নাটকটি প্রচার হবে গাজী টিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮টা ৩০ মিনিটে।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসেন/ ২৪.০৯.২০১৫
Link copied!