AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ ২য় সেরা ছিব খেতাব পেল টরেন্টোয়


Ekushey Sangbad

১২:১৮ পিএম, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ ২য় সেরা ছিব খেতাব পেল টরেন্টোয়

একুশে সংবাদ : ভারতীয় পরিচালক পন নলিনের ‘অ্যংরি ইন্ডিয়ান গডেসেস’ বাজিমাত করল টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে৷চলচ্চিত্র দুনিয়ার সমীহ জাগানো এই উৎসবে দ্বিতীয় সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে তাঁর ছবি৷ টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যীলের এবারে ৪০-এ পা৷ নারীকেন্দ্রিক এ ছবিতে মূখ্য চরিত্রে আছেন ৭ জন অভিনেত্রী৷ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা মৃদুল ও রাজশ্রী দেশপান্ডে৷ পিপলস চয়েস বিভাগে দ্বিতীয় সেরার সম্মান ঘোষমার সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই অবিনেত্রী৷সন্ধ্যা জানিয়েছেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না৷ গোয়া ও মুম্বইয়ে হয়েছে ছবির অধিকাংশ অংশের শুটিং৷ রাজশ্রী জানিয়েছেন, খুব মজা করেতাঁরা এই কাজটি করেছিলেন৷ টরোন্টোর স্বীকৃতি যেমন ভালোলাগার, তেমনই তাঁর আশা, ভারতীয় দর্শকদেরও ভাল লাগবে এ ছবি৷ ভারতে অবশ্য এখনও এ ছবি মুক্তি পায়নি৷ অভিনেত্রীরা মজা করে কাজ করলেও, এ ছবি নেহাতই মজার নয়৷ বরং মজার আড়ালেই সামাজিক সমস্যার বীজগুলি ধরিয়ে দিয়েছেন পরিচালক৷ সেই মুনসিয়ানাই তাঁকে খেতাব এনে দিল টরোন্টোর চলচ্চিত্র উৎসব থেকে৷     একুশে সংবাদ ডটকম/এসএস/২২.০৯.২০১৫
Link copied!