AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উখিয়ায় হালনাগাদ কার্যক্রমে ছবি তোলার কাজ শুরু


Ekushey Sangbad

০৩:৪১ পিএম, সেপ্টেম্বর ২১, ২০১৫
উখিয়ায় হালনাগাদ কার্যক্রমে ছবি তোলার কাজ শুরু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি মানিক : কক্সবাজারের উখিয়া উপজেলায় ভোটার হালনাগাদ তালিকার ছবি তোলার কাজ শুরু হয়েছে। রেজিষ্ট্রেশনের আওতায় আসা ভোটারেরা স্বতস্ফুর্তভাবে ছবি তোলার জন্য কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়ে দীর্ঘ লাইনের মাধ্যমে ছবি তুলছে। আজ মঙ্গলবার এ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্ভাব্য ভোটারদের ছবি তোলা সম্পন্ন হলে এ উপজেলার হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন অফিসার। গত ২৫ জুলাই এ উপজেলার ৫ ইউনিয়নে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়। ১৩ জন সুপারভাইজার ও ৫৯ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করে ৯ আগস্ট রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে ১৪ সদস্য বিশিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত যাচাই বাছাই কমিটি এসব ভোটার তালিকা যাচাই বাছায়ের কাজ সম্পন্ন করেন। এ সময় প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ৫০৪ জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ ৯ হাজার ৭৯৬ জন ভোটারের ছবি তোলার কাজ শুরু হয় ১৭ সেপ্টেম্বর থেকে। আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজাপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোটারদের ছবি তোলার কাজ সম্পন্ন হলে এ উপজেলার হালনাগাদ ভোটার তালিকার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম। তিনি জানান, হালনাগাদ ভোটার তালিকায় সরকারি কর্মকর্তা সহ এলাকার জনপ্রতিনিধি আন্তরিকভাবে দায়িত্ব পালন করার ফলে কোন রোহিঙ্গা হালনাগাদ ভোটার তালিকায় অংশগ্রহণ করতে পারেনি।     একুশে সংবাদ ডটকম/এসএস/২১.০৯.২০১৫
Link copied!