AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “স্ব-প্রনোদিত মূল্যায়ন ব্যবস্থা, বাজেট এবং জরীপ পদ্ধতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad

০৩:২৮ পিএম, সেপ্টেম্বর ২১, ২০১৫
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “স্ব-প্রনোদিত মূল্যায়ন ব্যবস্থা, বাজেট এবং জরীপ পদ্ধতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক : গুনগত শিক্ষার মানোন্নয়নের অব্যাহ প্রচেষ্টার ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “স্ব-প্রনোদিত মূল্যায়ন ব্যবস্থা, বাজেট এবং জরীপ পদ্ধতি” শীর্ষক এক কর্মশালা আজ সেপ্টেম্বর ২১, ২০১৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপ ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহাবুব আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এম. ফখরে হোসেন, এলাইড হেলথ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফজলুল হক, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়াঁ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ ফয়জুর রহমান, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফসের ড. এ.কে.এম. ফজলুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম ইকবাল, আইন বিভাগের প্রধান ফারহানা হেলাল মেহতাব, সাংবাদিকতা ও গনযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রধান উম্মে কুলসুম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম বলেন, বৈশিক যুগে উন্নতমানের শিক্ষা, নৈতিকতা, মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কোয়ালিটি এডুকেশনের কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, শিক্ষা প্রদান পদ্ধতি ও সংস্কৃতির গুনগত উন্নয়নের মাধ্যমে অচিরেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান বলেন, স্ব-প্রনোদিত মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় গুনগতমান সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। ডিআইইউ আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মাহাবুব আলী তার বক্তব্যে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় ওহফঁংঃৎু ড়ৎরবহঃবফ শিক্ষার জন্যে যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত কার্যকরী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বমোট ৪২ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহন করেন। ক্যাপশনঃ ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “স্ব-প্রনোদিত মূল্যায়ন ব্যবস্থা, বাজেট এবং জরীপ পদ্ধতি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম।   একুশে সংবাদ ডটকম/এসএস/২১.০৯.২০১৫
Link copied!