AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছেন খালেদা:মন্ত্রী


Ekushey Sangbad

০৬:৫৭ পিএম, সেপ্টেম্বর ১৮, ২০১৫
লন্ডনে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছেন খালেদা:মন্ত্রী

একুশে সংবাদঃ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা জনগণের জন্য, মানুষের জন্য কাজ করেন। কারও ষড়যন্ত্র তার ক্ষতি করতে পারবে না।’ শুক্রবার ভোলার ইলিশা নদী ভাঙন এলাকা পরিদর্শন ও ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ফেরিঘাট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘ভোলায় নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার ব্যপারে নৌ মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এবার ঈদে নৌ দুর্ঘটনা শূন্যতে নিয়ে আসার জন্য আগাম কাজ করছেন তারা।’ তিনি বলেন, ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর রুট হয়ে দক্ষিণাঞ্চলের এক লাখ মানুষ যাতায়াত করে থাকে। এ কারণে এ রুটের গুরুত্ব অনুধাবন করে তার মন্ত্রণালয় সময় বাঁচানোর জন্য নতুন ফেরিঘাট তৈরির পরিকল্পনা করছে। দুই এক মাসের মধ্যে নদী ভাঙনের পরিমাণ কমে গেলেই আবার ইলিশা এলাকায় নতুন করে ফেরিঘাট নির্মাণ করা হবে।’ এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ভোলার জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভোলা-ঢাকা রুটে দ্রুতগামী লঞ্চ সার্ভিস চালুর ব্যাপারে ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ১৮.০৯.২০১৫
Link copied!