AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শপিংমলের অজানা কিছু তথ্য: যা প্রতিদিন বোকা বানায় আপনাকে!


Ekushey Sangbad

১০:৩৯ এএম, সেপ্টেম্বর ৪, ২০১৫
শপিংমলের অজানা কিছু তথ্য: যা প্রতিদিন বোকা বানায় আপনাকে!

একুশে সংবাদ : শপিংমল এই প্রজন্মের কাছে মার্কেটিং করার সব থেকে আদর্শ জায়গা৷ কিন্তু এই মলগুলি নিজেদের মুনাফা লাভের জন্য রোজ বোকা বানায় ক্রেতাদের৷ কিভাবে বুঝতে পারছেন না তো? দেখুন শপিং মল সম্পর্কে নিচের কিছু অজানা তথ্য৷  

১. শপিং মলের আকৃতি

শপিংমলগুলিকে এমন প্ল্যান করে সাজানো হয় যেখানে কম মানুষ থাকলেও দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক ভিড়৷ সরু সরু গলি করে সেভাবেই সাজানো হয় মলগুলিকে৷  

২. শপিং কার্ট

শপিং করার পরে যে গাড়িটিতে পণ্য রেখে হাত দিয়ে ঠেলে আপনি কাউন্টারের দিকে এগিয়ে যান তার হাতলেই রয়েছে বিষাক্ত ব্যাক্টেরিয়া৷ যার নাম ই.কোল ব্যাক্টেরিয়া৷ এগুলি বিষাক্ত করতে পারে আপনার পণ্যকেও৷  

৩. পণ্যের সজ্জা

দামি পণ্যগুলিকে শপিংমলে ক্রেতাদের চোখের সামনের সারিতে সাজিয়ে রাখা হয়৷ যাতে সেগুলি খুব সহজেই চোখে ও হাতে পরে এবং আপনাকে আকৃষ্ট করে৷ নিচের ও উপরের সারিতে রাখা হয় অপেক্ষাকৃত কম দামি পণ্যগুলি৷  

৪. সুন্দর গান

শপিং মলে এমন কিছু সুন্দর ও আকর্ষনিয় গান চালিয়ে রাখা হয় যা আপনাকে মুগ্ধ করে রাখে৷ আপনি বুঝতেও পারেন না আপনি কত সময় কাটাচ্ছেন মলে৷ এইভাবে মলগুলি ক্রেতাদের আকর্ষণ করে ও বেঁধে রাখে৷  

৫. শপিং কার্টের আকার

শপিং মলের পণ্য লোড করার গাড়িটিকে বড়ো আকৃতির করা হয়৷ কারণ, আপনি তাতে পণ্য রাখলেও মনে হবে আরও কিছু নেওয়া যাবে৷ আপনি আরও বেশি পণ্য নেবেন৷     একুশে সংবাদ ডটকম/এসএস/০৪.০৯.০১৫
Link copied!