AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা ইয়ান বেলের


Ekushey Sangbad

০৩:৫২ পিএম, আগস্ট ২৯, ২০১৫
ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা ইয়ান বেলের

একুশে সংবাদঃ টেস্ট ক্রিকেট তিনি ছাড়ছেন না। আগেই জানিয়েছেন তা। কিন্তু ওয়ানডে ক্রিকেটে আর নিজের ভবিষ্যৎ দেখছেন না ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল। পরপর দুইবার ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পরই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন ৩৩ বছরের বেল। ২০১৫ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে সেই ধারায় বাদ পড়েন বেল। কিন্তু অ্যাশেজে খেলেছেন। খুব ভালো না করতে পারলেও একেবারে খারাপ করেননি। অ্যাশেজের পর টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। পরে কোচ ট্রেভর বেইলিস ও অধিনায়ক অ্যালিস্টার কুকের সাথে কথা বলে টেস্টে ক্যারিয়ারটা টেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। টেস্টকে তার আরো কিছু দেওয়ার আছে। এমনটাই বলেছেন বেল। ওয়ারউইকশায়ারে এই ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে রান করা সেরাদের তালিকায় থাকবেন। ১৬১ ম্যাচে ৩৭.৮৭ গড়ে ৫৪১৬ রান করেছেন তিনি। তবে স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। ক্যারিয়ারের ইতি টানার সময় তার স্ট্রাইক রেট ৭৭.১৬। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বেলের ওয়ানডে ক্যারিয়ার। অভিষেক ম্যাচেই খেলেছিলেন ৭৫ রানের লড়াকু ইনিংস। হঠাৎ করেই বিদায় বলে দেওয়ায় বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে গেছে বেলের শেষ ওয়ানডে। এই ম্যাচেও বেল করেছিলেন অর্ধশতক। শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ রান করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নাম না থাকায় অবসরের ঘোষণা দিতে দেরি করেননি এই ইংলিশ ব্যাটসম্যান।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!