AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব শিরোপাই জেতাতে চাইঃ বেল


Ekushey Sangbad

০৩:৪১ পিএম, আগস্ট ২৯, ২০১৫
সব শিরোপাই জেতাতে চাইঃ বেল

একুশে সংবাদঃ শেকড়টা গেঁথে গেছে মাদ্রিদের মাটিতে। এখন আর কোনো সমস্যা নেই। নিজেকে এখন সবকিছুর জন্য আগের চেয়ে অনেক বেশি তৈরি মনে হয় গ্যারেথ বেলের। এই ওয়েলশম্যান তাই নতুন মৌসুমে নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে আগুন ঝরাতে চান। তার মতে, রিয়াল মাদ্রিদ এখন অনেক বেশি একতাবদ্ধ। এই মৌসুমের সবগুলো ট্রফি জিততে প্রস্তুত রিয়াল।   লস ব্লাঙ্কোসরা আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হারিয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে সবকিছু। বার্সেলোনাকে তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ঠেকাতে পারেনি। বাধা হয়ে দাঁড়াতে পারেনি লিগ শিরোপা ও কোপা দেল রে জয়েও। শেষ মৌসুমে কঠিন সময় কেটেছে বেলের। নিজের ফর্ম ও ফিটনেস নিয়ে মাঝে মাঝে সংকটে পড়েছেন। কিন্তু এই মৌসুমে সবকিছু পেছনে ফেলতে চান বেল। "দলকে সহায়তা করতে ভালো খেলা খেলতে চাই।" বেল বলেছেন, "দল অনেক একতাবদ্ধ। আমরা প্রত্যেক ম্যাচ ও প্রত্যেক শিরোপা জিততে চাই। " এর সাথে বেল যোগ করেন, "মাদ্রিদের হয়ে খেলাটা স্বপ্নের মতো। এই জার্সির জন্য সবকিছু করতে পারি। সমর্থকরাও আমাকে সমর্থন দেয়।" মাদ্রিদে যে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছেন তাই বলতে চাইলেন বেল। তার ভাষায়, "এই শহরকে খুব পছন্দ করি। পছন্দ করি রেস্টুরেন্ট। আবহাওয়াও এখানে অসাধারণ। অসাধারণ এখানকার মানুষ।" টটেনহাম থেকে বিশ্ব রেকর্ড গড়া ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২০১৩ সালে রিয়ালে যোগ দেন বেল। প্রথম মৌসুমেই দলকে অনেক কিছু দিয়েছেন। রিয়ালের কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার ছিল বড় ভূমিকা। কিন্তু গেলো মৌসুমে ধারাবাহিকতার একটু অভাব দেখা গেছে। অনেক সময় সান্তিয়াগো বার্নাবুতে নিজের দর্শকের দুয়ো শুনতে হয়েছে তাকে।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!