AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিফেন্ডাররাই ভরসা


Ekushey Sangbad

০৩:২১ পিএম, আগস্ট ২৯, ২০১৫
ডিফেন্ডাররাই ভরসা

একুশে সংবাদঃ অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের আজ মালয়েশিয়া পরীক্ষা। ফিফা র‌্যাংকিংয়ে চোখ রেখে বললে আজকের এই প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হওয়ার কথা। মাত্র দুই ধাপ আগে-পরের দুটি দলের ম্যাচ ফলের পূর্বানুমানও কঠিন হওয়ার কথা। আসলে কিন্তু কঠিন নয় আর তাই আগেভাগেই মালয়েশিয়া ম্যাচের ফলকে লঘু করে পারফরমেন্সকেই মুখ্য করে দেখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কোচ। কুয়ালালামপুরে এই প্রীতি ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায়। এই ম্যাচে দুই দলেরই মূল উদ্দেশ্য এক, বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি। বাংলাদেশ যাবে পার্থে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলতে আর মালয়েশিয়ার ম্যাচ আছে সৌদি আরবের বিপক্ষে। ফিফা র‌্যাংকিং বলছে, বাংলাদেশের (১৭০) চেয়ে মাত্র দুই ধাপ ওপরে মালয়েশিয়া। তবে এই র‌্যাংকিং দেখে দুই দলের ফুটবল-শক্তিকে মাপতে গেলে বিশাল গরমিল হয়ে যাবে। দুই দলের আগের ১০টি ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটি, ১৯৮২ সালে এশিয়ান গেমস ফুটবলে। মালয়েশিয়া জিতেছে ৭টি আর ড্র দুটি। এই পরিসংখ্যানই র‌্যাংকিংয়ের ভ্রান্তি কাটিয়ে বলে দিচ্ছে, আজকের ম্যাচে কারা এগিয়ে। হালের সম্পূরক তথ্য হলো, পাঁচ মাস আগে বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। তাদের যুব দলের সঙ্গে খাবি খেলে সিনিয়র জাতীয় দলের বিপক্ষে আকাশকুসুম ভাবার তো সুযোগ নেই। তাই বাংলাদেশ দলের কোচ লোডউইক ডি ক্রুইফ বেশ কায়দা করে বলেছেন, 'এই ম্যাচের ফল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, অস্ট্রেলিয়ার ম্যাচটা কিভাবে খেলব তারই প্রস্তুতি নেব এই ম্যাচে। খেলোয়াড়দের পারফরমেন্সটা দেখে নেব।' একভাবে এই ডাচ কোচের কথাটা সত্য। ফুটবলারদের হালের পারফরমেন্স সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। গত জুনে ঢাকায় কিরগিজস্তানের কাছে হার আর তাজিকিস্তানের সঙ্গে ড্র ম্যাচের পর ঘরোয়া লিগে তারা কেমন খেলছে, সে নিয়ে তাঁর কোনো সুস্পষ্ট ধারণা নেই। কয়েকজনের ফর্মে যে এমন অধোগতি, তাঁদের জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন। নেদারল্যান্ডসে বসে তো সেটা আর বোঝা যাবে না। তাই যথারীতি মুখস্থ দল নিয়েই ডাচ কোচের ঝুঁকিপূর্ণ অস্ট্রেলিয়া মিশন। ঢাকা ছাড়ার আগে দুই দিন হালকা প্র্যাকটিস হয়েছিল। মালয়েশিয়ার ম্যাচে আজ বাংলাদেশ কোচ দেখবেন খেলোয়াড়দের কার কী হাল। তাঁর ধারণা স্বাগতিকরা কঠিন চ্যালেঞ্জে ফেলবে বাংলাদেশ দলকে, 'এটা অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ে আগে প্রস্তুতি ম্যাচ। তবে মালয়েশিয়া খুব ভালো দল। তাদের ম্যাচের ভিডিও দেখেছি, এই দলটা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। এই ম্যাচে কঠিন লড়াই হবে, যা দুই দলের জন্য ভালো হবে।' এই ম্যাচে বাংলাদেশ দলের ডিফেন্ডারদের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ কোচ আগেভাগে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার ম্যাচে ৮৫ ভাগ কৌশল হবে রক্ষণভাগকে ঘিরে। তার আগে আজ ডিফেন্ডার ইয়াসিন, রায়হান, তপু, আতিকুর রহমানদের পরীক্ষা নেবে মালয়েশিয়ান ফরোয়ার্ডরা। তাঁরা কুয়ালালামপুরের চ্যালেঞ্জ উতরাতে পারলে অবশ্যই তা বড় আত্মবিশ্বাস হবে পার্থের ম্যাচের জন্য। কৌশলগত দিক থেকে এটা ডিফেন্ডারদের জন্য বড় পরীক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম জয়-প্রত্যাশী, 'জানি, মালয়েশিয়া অনেক ভালো দল, কয়েকজন সিনিয়র ফুটবলার যোগ হওয়ার পর দলটা নাকি আরো শক্তিশালী হয়েছে। তবে আমরাও মাঠে নামব জেতার জন্য, যেন এই ম্যাচের ইতিবাচক ফল নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছাতে পারি।' তবে ২০১২ সালে একমাত্র ড্র ম্যাচে পেনাল্টি থেকে গোল করা জাহিদ হাসান আর সতীর্থ এনামুল হকের গলায় ম্যাচ জেতার সেরকম প্রত্যয় নেই। বরং প্র্যাকটিস ম্যাচের হাওয়াটাই যেন বেশি। আসলে এই সফরে খুব চাপ নেই স্ট্রাইকারদের ওপর। তেমন কিছু প্রত্যাশাও নেই তাঁদের কাছে। প্রত্যাশার সবটুকুই ডিফেন্ডারদের ওপর। অস্ট্রেলিয়া ম্যাচের মূল উদ্দেশ্য কম গোল খাওয়া, এই চ্যালেঞ্জ শুরু হয়ে যাচ্ছে মালয়েশিয়ার ম্যাচ থেকেই। অস্ট্রেলিয়া দলে ইনজুরির হানা ইনজুরি হানা দিয়েছে অস্ট্রেলিয়া দলে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ছিটকে গেছেন তিন ফুটবলার- অধিনায়ক মাইল জেডিনাক, রবি ক্রুস ও টমি জুরিখ। তারা ৮ সেপ্টেম্বর তাজিকিস্তানের ম্যাচেও থাকবেন দলের বাইরে। তিনজনের জায়গায় নেওয়া হয়েছে লাৎসিওর অ্যাটাকার ক্রিস ইকোনোমিডিস, ব্রিসবেন রোয়ারের মিডফিল্ডার লুক ব্রাত্থান ও জার্মান দ্বিতীয় বিভাগে খেলা স্ট্রাইকার বেন হ্যালোরানকে। অস্ট্রেলিয়ার কোচ আনজে পোস্তেকোগলু বলেছেন, 'মাইল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে, তাই সে দলের সঙ্গে যেতে পারছে না।' তাঁর অনুপস্থিতিতে আবার টিম কাহিলের হাতেই উঠতে পারে অধিনায়কত্বের আর্মব্যান্ড। রবি ক্রুস ও টমি জুরিখকে ক্লাব দলে থেকে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ম্যাচ ফিটনেস বাড়ানোর পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক।       একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!