AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ দেখে রিয়াদও অনুপ্রাণিত


Ekushey Sangbad

০২:২০ পিএম, আগস্ট ২৯, ২০১৫
প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ দেখে রিয়াদও অনুপ্রাণিত

একুশে সংবাদঃ হুইল চেয়ারে বসে কেউ ফিল্ডিং করছেন। আবার কেউ দাঁড়িয়ে আছেন ক্র্যাচে ভর করে। একজন ব্যাট করছেন, তার এক হাত নেই। অপর প্রান্তে থেকে ছুটে আসা বোলারের নেই একটি পা। জীবনে স্বাভাবিক চলাচলেও যাদের সব সময় লড়াই করতে হয়, তারাই কিনা শুক্রবার দারুণ একটি ম্যাচ উপহার দিলেন। যেখানে জয়-পরাজয়ের হিসাবটা ছিলে একেবারে গৌণ। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের এমন চেষ্টা দেখে রীতিমতো অনুপ্রাণিত জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।   সামনেই শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার মিরপুরের একাডেমি ভবন মাঠে যেন হয়ে গেল তারই মহড়া। ইমাগো স্পোর্টস ইভেন্ট ম্যানেজম্যান্টের আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী আইনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে মিরপুর একাডেমি মাঠে শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। 2015_08_28_20_30_13_ZecKYuYDig1A7viBL8l5igw8VQok77_original শারীরিক প্রতিবন্ধীদের প্রদর্শনী ম্যাচে ১৫ রানের জয় পায় গাজীপুর গ্লোরিয়ার্স। এরপর মাঠে নেমে পড়েন ম্যাচের দুই অতিথী জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বল করেছেন বার্নিকাট, আর ব্যাট করেছেন রিয়াদ। মন আয়োজন নিজেদের মানসিক শক্তি অনেক বাড়িয়ে দেয় বলে জানালেন প্রতিবন্ধী ক্রিকেটাররা। ঢাকা অ্যাভেনজার্সের জামালউদ্দিন বলেন, ‘খুব খুশি লাগছে। এমন টুর্নামেন্টে শারীরিক লড়াইয়ের শক্তিটাও খুঁজে পাই। আমাদের সুযোগ দিলে আমরাও ভালো করবো।’ শারীরিক অক্ষমতা সত্ত্বেও পুরো ম্যাচ জুড়ে ছিল যুদ্ধ। মনের শক্তি দিয়েই মাঠে আপ্রাণ লড়াই করেন তারা। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের অফুরন্ত মনোবল, প্রাণান্ত প্রচেষ্টা দেখে উদ্দীপ্ত জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান প্রেরণা এবং অনুপ্রাণিত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নৈপুণ্য দেখে। ম্যাচ শেষে সাংবাদিকদের অনুভূতির কথা জানান রিয়াদ, ‘খুবই ভালো লাগছে এখানে থাকতে পেরে। তাদের খেলা দেখে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত, যাতে করে আগামীতে আরও ভালো করা যায়।’ তিনি আরও যোগ করেন, ‘খেলার মাঝে তাদের সক্রিয়তা আমাকে অবাক করেছে। এমন এক উদ্যোগের সঙ্গে থাকতে পেরে সত্যিই আমি গর্বিত।’     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!