AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়কগুলোতে এখন হাইওয়ে পুলিশ ব্যাবহার করছে স্পিডগান


Ekushey Sangbad

১১:৫৫ এএম, আগস্ট ২৯, ২০১৫
মহাসড়কগুলোতে এখন হাইওয়ে পুলিশ ব্যাবহার করছে স্পিডগান

একুশে সংবাদ : বাংলাদেশের মহাসড়কগুলোতে এখন হাইওয়ে পুলিশ ব্যাবহার করছে স্পিডগান। এটা গুলি ছোঁড়ার কোন বন্দুক নয়। এ স্পিডগান দিয়ে তাৎক্ষণিকভাবে গাড়ির গতিবেগ জানা যায়। পুলিশ বুঝতে পারে গাড়িটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করছে কিনা। আর যদি তাই হয়, তাহলে তড়িৎ পরবর্তী পুলিশ চেকপোষ্টে খবর পৌঁছে যায়, ধরা পড়ে যায় বেপরোয়া গতির যানবাহন। চালক বুঝতেও পারেনা কখন সে ধরা পড়ে গেছে। হাইওয়ে পুলিশ এখন ৮৮টি স্পিডগান ব্যাবহার করছে। অচিরেই আরো নতুন গান যুক্ত হচ্ছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম জানিয়েছেন, আধুনিক এ প্রযুক্তি মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রনে বেশ কাজে দিচ্ছে। আর এর মাধ্যমে মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনাই হল মূল লক্ষ্য। দেশের মহাসড়কগুলোতে আগে থেকেই কাজ করছিলো ৩৮ টি স্পিডগান। বৃহস্পতিবার নতুন করে দেয়া হয়েছে আরো ৫০টি স্পিডগান। অর্থাৎ এই মুহূর্তে মোট ৮৮ টি স্পিডগান মহাসড়কে কাজ করছে। স্পিডগান কীভাবে কাজ করে, বিষয়টি ব্যাখ্যা করেছেন হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। প্রিয়.কমকে তিনি বলেন, মহাসড়কে চলমান কোন গাড়ির দিকে এ স্পিডগানটি তাক করে রাখলে তার গতি মিটারে ধরা পড়ে। তখন যদি দেখা যায়, গাড়িটি নির্ধারিত গতির চেয়ে দ্রুত চলছে, তাহলে গাড়ির নামে মামলা ও চালককে আর্থিক জরিমানা করা হয়। জরিমানার বিষয়ে জানতে চাইলে হাইওয়ে রেঞ্জের ডিঅাইজি বলেন, সাধারণত ২৫০ টাকা থেকে শুরু করে ২-৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। কারাদন্ডের বিধান থাকলেও সচরাচর তা দেয়া হয় না। Capture তিনি বলেন, বেপরোয়া গাড়িতে গাড়ি চালান আইনের ১৪২ ও ১৪৩ নম্বর ধারাটি খুবই অপ্রতুল। আমরা যদি সিঙ্গাপুরের সাথে তুলনা করি, তাহলে আমরা যে অভিযোগে ২৫০ টাকা জরিমানা করি একই অভিযোগে সিঙ্গাপুরে ৩ হাজার ডলার জরিমানা করা হয়। দ্বিতীয়বার একই কাজ করলে অন্তত ৫ হাজার ডলার জরিমানা করা হয়। মহাসড়কে হঠাৎ করেই দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে নড়েচড়ে বসে প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মহাসড়কে স্পিডগানের ব্যাবহার বাড়ানোও সরকারের সেসব পদক্ষেপেরই অংশ।   একুশে সংবাদ ডটকম/এসএস/২৯.০৮.০১৫
Link copied!