AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিনার দাঁত-চুল, হাড়, মিলল এবার রায়গড়ের জঙ্গলে


Ekushey Sangbad

১১:০৮ এএম, আগস্ট ২৯, ২০১৫
শিনার দাঁত-চুল, হাড়, মিলল এবার রায়গড়ের জঙ্গলে

একুশে সংবাদঃ গোটা দেশ ঘুরে অবশেষে শিনা হত্যা মামলার তদন্ত কেন্দ্রীভূত হল মুম্বাইয়ে। নাটকের সব চরিত্রই হাজির আরব সাগরের তীরে। কেউ পুলিশের ডাকে। ‍কেউ গ্রেপ্তার হয়ে। ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তাঁর গাড়িচালক শ্যাম রাইকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নাকে গ্রেপ্তার করে কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।   সূত্রের খবর, শুক্রবার এক সঙ্গে বসিয়ে বেশ কিছুক্ষণ জেরা করা হয় তিনজনকে। এর পর ইন্দ্রাণীকে একটি গোপন ঠিকানায় সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদিকে, শিনা হত্যাকাণ্ডের সত্য উদঘাটনে এবার জিজ্ঞাসাবাদ করা হলো স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও পিটার মুখোপাধ্যায়কে। খার থানায় গিয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া নিজে পিটারকে প্রশ্ন করেন। ইতিমধ্যেই গুয়াহাটি থেকে মুম্বাই পৌঁছেছেন ইন্দ্রাণীর ছেলে মিখাইলও। অন্যদিকে, রায়গড়ের জঙ্গলে, যেখানে শিনার দেহ পুঁতে রাখা হয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে এদিন শিনার দাঁত-চুল এবং হাড়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, এই নমুনার ডিএনএ এবং ফরেন্সিক পরীক্ষা করা হবে। তদন্তকারীদের অনুমান, এই ফরেন্সিক পরীক্ষার ফলই খুলে আসবে শিনার হত্যা রহস্যের অনেক জট।       একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!