AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

'লিবীয়ার উপকূলে উদ্ধার করা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে'


Ekushey Sangbad

১০:২০ এএম, আগস্ট ২৯, ২০১৫
'লিবীয়ার উপকূলে উদ্ধার করা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে'

একুশে সংবাদঃ লিবীয় উপকূলের কাছে কয়েক শ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দুটি নৌকায় নিহতদের মধ্যে শিশুসহ সাতজন বাংলাদেশি রয়েছে। আর জীবিত উদ্ধার হওয়া ৪৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।   লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, লিবীয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দুটিতে বিভিন্ন দেশের কয়েক শ অভিবাসন প্রত্যাশীর সঙ্গে নারী ও শিশুসহ ৫৪ জন বাংলাদেশি ছিল। এর মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।   তবে শিশুসহ নিহত সাতজন বাংলাদেশির মৃতদেহ দূতাবাসের কর্মকর্তাদের দেখতে দেওয়া হয়নি। কারণ মৃতদেহ দেখার জন্য এখনও কোন বিদেশি কূটনীতিককে সুযোগ দেওয়া হচ্ছে না। ওই কর্মকর্তা আরও জানান, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে নারীদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে। বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছেন।   আশরাফুল ইসলাম জানান, লিবিয়ার বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এসব বাংলাদেশি ইউরোপে অভিবাসী হওয়ার চেষ্টা করেন। এখন এই বাংলাদেশিদের দেশে ফেরত আনতে আইওএম'র সহায়তা নেওয়া হবে। তিনি বলেন, "নিরাপদ ও উন্নত জীবনের আশায় লিবিয়ায় বসবাসরত বিদেশিরা আগে থেকেই ওই দেশ ছাড়ছিলেন, তবে পরিবারসহ বাংলাদেশিরা লিবিয়া ছাড়ার চেষ্টা করছেন এমন ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।   এদিকে, সম্প্রতি ইউরোপে যাওয়ার পথে শত শত অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর ঘটনা এবং পরিস্থিতিকে সংকট হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব বান কি মুন বলেন, অভিবাসী প্রত্যাশীদের মৃত্যু ঠেকাতে ইউরোপের দেশগুলোকে সতর্কতার সঙ্গে যৌথভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ও আইনগত পথ বের করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহবান জানান। সূত্র: বিবিসি বাংলা     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!