AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারওবিএসএফের নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত,সাথে নিখোঁজ ১


Ekushey Sangbad

১০:০৫ এএম, আগস্ট ২৯, ২০১৫
আবারওবিএসএফের নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত,সাথে নিখোঁজ ১

একুশে সংবাদঃ নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে কাবির হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী বিএসএফের নির্যাতনে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কবির সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামের সাইফুলের ছেলে। এ ছাড়া বিএসএফের হাতে আটক অপর গরু ব্যবসায়ী জিয়াউর রহমান এখনও নিখোঁজ রয়েছেন। তিনি একই গ্রামের নূরুল ইসলামের ছেলে।   এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে ১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ীর একটি দল ভারতে গরু আনতে যায়। ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৩১ বিএসএফ আদাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে কাবির হোসেন ও জিয়াউর রহমানকে আটক করে। বিএসএফের মারপিট ও নির্যাতনে কবির হোসেন মারা যান। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের ২৩৮ নম্বর পিলার থেকে ২০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে কবিরের লাশ ভেসে থাকতে দেখা যায়। তবে নিখোঁজ জিয়াউর রহমানের এখনও সন্ধান মেলেনি।   নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ বিএসএফর কাছে লাশ চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে জোরালো প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!