AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা দেবে চীন’


Ekushey Sangbad

০৬:১১ পিএম, আগস্ট ২৮, ২০১৫
ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা দেবে চীন’

একুশে সংবাদঃ চীনে সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা দেবে চীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন-সংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার চীনের তথ্য প্রযুক্তিমন্ত্রী ওয়াংয়ের (Wang) সঙ্গে প্রতিমন্ত্রী পলক তার দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে চীনের অর্থায়নে গৃহীত ও পরিচালিত (সফট লোনের মাধ্যমে) বিদ্যমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং আগামী অর্থবছরে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী পলক বাংলাদেশ সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৫ প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চান। এসময় চীনের তথ্য প্রযুক্তিমন্ত্রী সর্বোচ্চ সহয়তার আশ্বাস দিয়ে বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়া আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে চীন পাশে থাকবে। এর আগে প্রতিমন্ত্রী পলক চায়নায় এক্সিম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট লিও (Liu) এর সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। 1440748316 বৈঠকে এক্সিম ব্যাংক কর্মকর্তা প্রতিমন্ত্রী পলককে অবহিত করেন, এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ১৫৪ মিলিয়ন মার্কিন ডলারের টিয়ার-৪ ডেটা সেন্টার স্থাপন প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন দিয়েছে। এছাড়াও তিনি প্রতিমন্ত্রীকে অবহিত করেন, ইনফো সরকার-৩, এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি প্রকল্পের লোন এগ্রিমেন্টও অনুমোদন দেয়া হয়েছে।তিমন্ত্রী চায়না এক্সিম ব্যাংকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা নিতে অনুরোধ করে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আহ্বান জানান। জবাবে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ তা সবোর্চ্চ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া, এই সফরে প্রতিমন্ত্রী পলক বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে এমন বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি), হুয়াওয়ে, জেডটিই’র হেডকোয়ার্টার পরিদর্শন করেন এবং এসব সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসনে/ ২৮.০৮.২০১৫
Link copied!