AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ মাই সিটি অব’হিরোজ


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, আগস্ট ২৮, ২০১৫
‘ মাই সিটি অব’হিরোজ

একুশে সংবাদঃ শিল্পের একটি মাধ্যম ‘গ্রাফিতি’। সে সঙ্গে নাগরিক প্রতিবাদের একটি শান্তিপূর্ণ বহিঃপ্রকাশও এটি। এই গ্রাফিতি দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের আবহ পাল্টে দিতে চেষ্টাকরছেন শিল্পী কবির মোকাম্মেল। বোমা হামলায় ক্ষত-বিক্ষত কাবুলের দেয়ালে দেয়ালে তিনি এঁকে যাচ্ছেন প্রতিবাদের নীবর ভাষা।   তবে এটা মোটেই সহজ কাজ ছিল না আফগানিস্তানের চরম রক্ষণশীল সমাজব্যবস্থায়, তার ওপর বোমায় ক্ষতিগ্রস্ত সব দেয়াল। তবে সব বাধা পেরিয়ে কবির তাঁর দলবল নিয়ে কাবুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।   শুধু দেয়ালজুড়ে গ্রাফিতি এঁকেই ক্ষান্ত হচ্ছেন না এই শিল্পীরা। সব ছবির মাধ্যমে প্রয়োজনীয় বার্তাও দিচ্ছেন তাঁরা। যেমন—কাবুলের দেয়ালের প্রথম গ্রাফিতিটি একজোড়া চোখের। যার অর্থ, সবই দেখা যাচ্ছে; দুর্নীতি যতই লুকানোর চেষ্ট করো, সৃষ্টিকর্তা বা সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে পারবে না। আর গ্রাফিতির এই সিরিজের নাম মোকাম্মেল দিয়েছেন ‘হিরোজ অব মাই সিটি’।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!