AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স লিগ : বড় দলগুলোর লড়াই নেই গ্রুপ পর্বে


Ekushey Sangbad

০৩:১১ পিএম, আগস্ট ২৮, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগ : বড় দলগুলোর লড়াই নেই গ্রুপ পর্বে

একুশে সংবাদঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এবার অবশ্য নেই কোন গ্রুপ অব ডেথ। কেননা শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রথম ধাপে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বড় দলগুলো। লিগের ফরমার চ্যাম্পিয়ন এবং গেল মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনার সঙ্গে 'ই' গ্রুপে আছে জার্মানির বায়ার লেভারকুজেন, ইতালির রোমা ও বেলারুশের বাতে বরিসভ। সুতরাং বেশ সহজেই তারা গ্রুপ পর্ব উৎরে যাবে বলে সকলের ধারণা। অন্যদিকে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালের সঙ্গে 'এ' গ্রুপে আছে ফ্রান্সের পিএসজি, ইউক্রেনের শাখতার দোনেস্ক ও সুইডেনের মালমো। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ আছে 'এফ' গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের আর্সেনাল, গ্রিসের অলিম্পিয়াকোস ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব। প্রতিটি গ্রুপের বিস্তারিত : গ্রুপ এ: পিএসজি, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, মালমো গ্রুপ বি: পিএসভি আইন্দহোভেন, ম্যানচেস্টার ইউনাইটেড, সিএসকেএ মস্কো, ভলফসবুর্গ। গ্রুপ সি: বেনফিকা, আথলেটিকো মাদ্রিদ, গালাতাসারাই, আস্তানা গ্রুপ ডি: ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, ব্রুশিয়া মনশেনগ্লাডবাখ গ্রুপ ই: বার্সেলোনা, বায়ার লেভারকুজেন, রোমা, বাতে বরিসভ গ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, দিনামো জাগরেব গ্রুপ জি: চেলসি, পোর্তো, ডিনামো কিয়েভ, মাকাভি তেল-আবিব গ্রুপ এইচ: জেনিত, ভালেন্সিয়া, অলিম্পিক লিও, ঘেন্ট     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫
Link copied!