AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্ডাস্ট্রিতে বাতিল ‘আন্ডারওয়েট’ মডেল


Ekushey Sangbad

১১:২৫ এএম, আগস্ট ২৮, ২০১৫
ইন্ডাস্ট্রিতে বাতিল ‘আন্ডারওয়েট’ মডেল

একুশে সংবাদ : ডাক্তারিমতে ২০ বছর বা তার থেকে বেশি বয়সী নারী পুরুষের বডি মাস ইনডেক্স হওয়ার কথা ১৮.৫ থেকে ২৪. ৯৷ ১৯ বছর বয়সী সুইডেস মডেল অ্যাগনেস হেডেনগার্ড ঘুণাক্ষরেও ভাবেননি, এর থেকেও কম বডি মাস ইনডেক্স তাকা সত্ত্বেও তাঁকে বাদ যেতে হবে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে৷ কিন্তু যা ভাবেননি হল, তাইই৷ মাত্র ১৭.৫ বডি মাস ইনডেক্স নিয়েও ক্লায়েন্টেদের থেকে শুনতে হল তাঁর শরীর ‘টু বিগ’৷ আর তাই ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বাতিল হলেন তিনি৷   তাঁর ছবি অবশ্য অন্য কথা বলে৷ ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্য অনেক মডেলের মতোই তাঁর ফিগার৷ তিনি নিজেও জানাচ্ছেন, তাঁর বডি মাস ইনডেক্স ১৭.৫৷ ডাক্তারি হিসেবে তিনি ‘আন্ডারওয়েট’ হিসেবেই গণ্য হবেন৷ কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির নিয়মকানুন বোধহয় কিছু আলাদাই৷ ক্লায়েন্ট এবং এজেন্টরা বারবার তাঁকে বলতে থাকে তাঁর শরীর যথেষ্ঠ ভারী৷ সারা দুনিয়ার সামনে এ কথা বলেছেন অ্যাগনেস নিজেই৷ সম্প্রতি এক ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন, বড় বড় এজেন্সি তাঁর সঙ্গে কাজের জন্য যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁর শরীরের ‘মেজারমেন্ট’ জানার পরই সকলেরই প্রতিক্রিয়া ‘টু বিগ’৷ অ্যাগনেস বলেছেন, ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি পরিশ্রম করতে রাজি৷ তবে চাহিদা অনুসারে এবার তাঁকে ‘উপবাস’ করতে হবে৷   অ্যাগনেসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নানা প্রশ্ন উঠেছে৷ ফ্যান্টাসিকে প্রশ্রয় দিতে দিতে গোটা মডেলিং দুনিয়া কি তবে আল্ট্রাথিন মডেলদেরই প্রাধান্য দিচ্ছে ক্রমশ? এই চাহিদাই নানা কঠিন শারীরিক সমস্যার দিকেও ঠেলে দিচ্ছে মডেলদের৷ তাহলে উপায় কি? প্রশ্ন আছে, তবে উত্তর নেই অ্যাগনেসের কাছে, ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছেও৷     একুশে সংবাদ ডটকম/এসএস/২৮.০৮.০১৫
Link copied!