AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের পর সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কমেছে


Ekushey Sangbad

০১:২১ পিএম, আগস্ট ২৮, ২০১৫
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের পর সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কমেছে

একুশে সংবাদ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের ২২টি মহাসড়কে থ্রি হুইলার বন্ধের পর সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কমেছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'থ্রি হুইলার বন্ধের কারণে অনেকেই সমালোচনা করে বলেছেন- সরকার গরিব মানুষের পেটে লাথি মেরেছে। কিন্তু সরকার মনে করে অন্য কিছুর চেয়ে জীবনের মূল্য বেশি। তাই মহাসড়কে থ্রি হুইলার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' ওবায়দুল কাদের আরো বলেন, প্রত্যেকটি মহাসড়কে এখন বাইলেন তৈরি করা হবে। বাইলেনগুলোতে ছোট ও হালকা যানবাহন চলাচল করবে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমবে। রক্ষা পাবে মানুষের জীবন ও সম্পদ।' মহাসড়কে থ্রি হুইলার বন্ধ এবং সড়ক দুর্ঘটনারোধে কিছু পদক্ষেপ নেওয়ায় আমার সমালোচনা হচ্ছে। মানুষের প্রাণ রক্ষার্থে আমি এসব সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে মন্ত্রী বলেন, সমালোচনা হবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না।   এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের রাজশাহী বিভাগের আটটি জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ককে ২০ ফুট থেকে বাড়িয়ে ৩০ ফুট প্রশস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।   এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডট কম //এম এম//২৮/০৮/১৫
Link copied!