AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনাল্ডোর মুকুট এবার মেসির মাথায়


Ekushey Sangbad

১০:১৯ এএম, আগস্ট ২৮, ২০১৫
রোনাল্ডোর মুকুট এবার মেসির মাথায়

একুশে সংবাদ : ক্লাবের ট্রফি যুদ্ধ সবে শুরু হয়েছে। কিন্তু ব্যক্তিগত লড়াইয়ের ‘রেজাল্ট’ বার হওয়া বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গেল। যখন রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। স্প্যানিশ ত্রিমুকুট জয়ী বার্সা দলের অপ্রতিরোধ্য এই আর্জেন্তিনা তারকা জিতে নিলেন ইউরোপ সেরা ফুটবলারের মুকুট। টিভি ক্যামেরায় তখনই ধরা পড়ল তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর মুখটা। যতটা জৌলুস তাঁর পোশাকে ছিল, ততটাই নিষ্প্রভ ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ। দেখে মনে হবে যেন এখন থেকেই ধরে নিয়েছেন ব্যালন ডি’অরটাও হাতের বাইরে বেরিয়ে যাবে।   বৃহস্পতিবার সাংবাদিকদের সরাসরি ভোটে গেল মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ যাত্রায় দ্বিতীয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তৃতীয় হয়েছেন লুইস সুয়ারেজ। গেল বছর রোনালদো ইউরোপ সেরা খেলোয়াড় হয়েছিলেন। এর আগে ২০১১ সালে মেসি এই পুরস্কার পেয়েছিলেন। গেল মৌসুমে মেসি ৫৮টি গোল করার পাশাপাশি ৩১টি গোলে সহায়তা করেন। বার্সেলোনার ট্রেবল শিরোপা জয়ের পেছনে লিওনেল মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। সে কারণে যোগ্য খেলোয়াড় হিসেবেই তিনি ইউরোপ সেরা হয়েছেন।   অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো গেল মৌসুমে রিয়ালের হয়ে মেজর কোনো শিরোপা জিততে পারেননি। তবে ব্যক্তিগত অর্জনে তিনি ছিলেন বেশ এগিয়ে। গেল মৌসুমে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ৬১টি গোল করেন, যা তার ক্যারিয়ার সেরা। তা ছাড়া স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। লুইস সুয়ারেজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে অসাধারণ একটি গোল করেন। যদিও নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজ দেরিতে মৌসুম শুরু করেছিলেন। তারপরও ইউরোপ সেরার খেলোয়াড়ের তিনজনের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলেন তিনি একুশে সংবাদ ডটকম/এসএস/২৮.০৮.০১৫
Link copied!