AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরফান বললেন হলিউড কঠিন জায়গা


Ekushey Sangbad

০৬:৩২ পিএম, আগস্ট ২৪, ২০১৫
ইরফান বললেন হলিউড কঠিন জায়গা

একুশে সংবাদঃ বলিউড তারকাদের মধ্যে এ সময়ে হলিউডে সফল এবং মোটামুটি নিয়মিত ধরা যায় ইরফান খানকেই। বেশ কিছু পশ্চিমা ছবিতে দেখা গেছে এই বলিউডের এই প্রতিভাবান মেথড অ্যাক্টরকে। তবে হলিউড জায়গাটা বিশেষ সহজ না বলে মনে করছেন ইরফান। এনডিটিভির খবরে জানা গেল হলিউড-ক্যারিয়ার নিয়ে ইরফানের চিন্তাভাবনা।   বলিউডের মতো হলিউডে সরাসরি পরিচালকের ‘ফোন’ বা ছবির প্রস্তাবনা পাওয়া প্রায় অসম্ভব, জানিয়েছেন ইরফান। সে জন্য দরকার একজন প্রতিষ্ঠিত মুখপাত্র বা এজেন্ট। ‘হলিউডে আপনি এজেন্ট ছাড়া টিকতেই পারবেন না। এখানে এ রকম কোনো সুযোগই নেই যে আপনি কেবল ফোনটা কানের কাছে ধরবেন আর তাঁদের সঙ্গে (পরিচালক/নির্মাতা) হাই-হ্যালো করবেন! একদমই না, আপনার সবকিছুই করতে হবে কোনো এজেন্টের মাধ্যমে। আপনাকে অবশ্যই সিস্টেমের একটি অংশ হতে হবে, নয়তো বা আপনি কাজই করতে পারবেন না’, বলেন ‘ইনফার্নো’ অভিনেতা ইরফান।   তবে সবকিছুই যে এজেন্টের ওপর নির্ভরশীল, এমনও ঠিক ভাবেন না তিনি। তাঁর কথা, ‘এখানে এক ধরনের ভ্রান্ত বিশ্বাস কাজ করে যে ঠিকঠাক একজন এজেন্ট পেলে আপনার পুরো জীবনের ভোল পাল্টে যেতে পারে। এটা একদমই ভুল। একজন এজেন্ট আপনার জন্য কখনোই কাজ সৃষ্টি করতে পারবে না। সে কেবলই মধ্যবর্তী একজন মানুষ। যদি কোনো কাজ থাকে, তাহলে সে আপনার জন্য এনে দিতে পারবে।’   মেঘনা গুলজারের ‘তলওয়ার’ ছবিতে অভিনয় করেছেন ইরফান। ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই কথা বলেন হলিউড ক্যারিয়ার এবং বাস্তবতা নিয়ে। নিজের এজেন্টের কথা বলতে গিয়ে ইরফান জানান, তাঁর এজেন্ট কেবল তখনই পারিশ্রমিক নেন, যখন তিনি কোনো কাজ এনে দেন। কাজ ছাড়া কোনো ধরনের টাকা-পয়সাই নাকি নেন না ইরফানের এজেন্ট।   ‘স্লামডগ মিলিওনিয়ার’, ‘লাইফ অব পাই’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো বেশ কিছু আলোচিত হলিউডি ছবি আছে ইরফানের ক্যারিয়ারে। আগামীতে টম হ্যাংকসের সঙ্গে ‘ইনফার্নো’ ছবিতে দেখা যাবে তাঁকে।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হোসেন/ ২৪.০৮.২০১৫
Link copied!