AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রবি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লাইসেন্স চায়


Ekushey Sangbad

০২:২২ পিএম, আগস্ট ২১, ২০১৫
রবি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লাইসেন্স চায়

একুশে সংবাদ : দেশে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লাইসেন্স চায় মোবাইল অপারেটর রবি। দেশে বেসরকারি মোবাইল অপারেটরগুলোর থ্রিজির চালুর ২ বছরেও এর বিস্তৃত নেটওয়ার্ক না হওয়ার পেছনে অপটিক্যাল ফাইবার সংযোগের সীমাবদ্ধতাকেই দায়ি করছে অপারেটরটি। পাশাপাশি ব্যবসায়িক মূল্যায়নে থ্রিজি সাপোর্ট ডিভাইস ব্যবহারের স্বল্পতাও একটি কারণ বলে মনে করে তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে সংবাদ সম্মেলনে নিজেদের থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ। অপারেটরটি চলতি বছরের প্রথম ৬ মাসের ব্যবসায়ীক ফলাফল উপস্থাপন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলো। মাহতাব বলেন, দেশে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে শুধু রবি নয় অন্যান্য অপারেটরগুলোও বিস্তৃত পর্যায়ে যেতে পারেনি। মানসম্মত থ্রিজি সেবার জন্য এখন অপটিক্যাল ফাইবারের উপর নির্ভরশীলতা রয়েছে। আগে মোবাইল অপারেটররা নিজেরা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করতে পারলেও এখন সে সুযোগ নেই। এখনও অনেক জায়গায় অপটিক্যাল ফাইবার নেই। থ্রিজি নেটওয়ার্কের বিস্তৃতি ও মানসম্মত সেবার জন্য রবি অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের লাইসেন্স পেতে আগ্রহী বলে উল্লেখ করেন এই সিওও। এছাড়া থ্রিজি নেটওয়ার্কের জন্য সংশ্লিষ্ট এলাকায় মানুষের হাতে থ্রিজি ডিভাইসের সংখ্যাও ব্যবসায়ীক দিক থেকে একটি ফ্যাক্টর বলে জানান তিনি। উল্লেখ্য, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা দিতে এনটিটিএন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি। এর মধ্যে ২০০৯ সালে লাইসেন্স দেয়া হয় ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশন্স লিমিটেডকে। আর সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ৩টি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডকে এনটিটিএন লাইসেন্স দিয়েছে বিটিআরসি। চলতি বছরের প্রথম ৬ মাসে অপারেটরটির গ্রাহক সংখ্যা ২১ লক্ষ বেড়ে ২ কোটি ৭৪ লক্ষে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালের প্রথম ৬ মাস শেষে কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট থেকে রাজস্ব প্রবৃদ্ধি ১২৮ শতাংশেরও বেশি। প্রথম ৬ মাসে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) মার্জিন হয়েছে ৩৭ শতাংশ। ক্রমাগত বিনিয়োগের ফলে নেটওয়ার্ক খাতে উচ্চ ব্যয় এবং তীব্র প্রতিযোগিতার কারণে গত বছরের একই সময়ের তুলনায় এটি সামান্য কম প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া টুজি ও থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধি ও উচ্চ অবচয় ব্যয়ের কারণে বছরের প্রথম ৬ মাসে কর পরবর্তী মুনাফা বা পিএটি দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। বছরের এই ৬ মাসে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য রবি মোট বিনিয়োগ করেছে ১ হাজার ৩৫০ কোটি টাকা। গত বছরের প্রথম ভাগের তুলনায় যা ৩৬.৪ শতাংশ বেশি। একই সময় অপারেটরটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৯৪০ কোটি টাকা। যা মোট রাজস্বের ৩৭ দশমিক ৫ শতাংশ।     একুশে সংবাদ ডটকম/এসএস/২১.০৮.০১৫
Link copied!