AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফ্রিদি-আনোয়ার ঝড়ে সিরিজ জিতল পাকিস্তান


Ekushey Sangbad

১১:০৬ এএম, আগস্ট ২, ২০১৫
আফ্রিদি-আনোয়ার ঝড়ে সিরিজ জিতল পাকিস্তান

একুশে সংবাদ : ১৬৭ রানে পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটে। জয়ের জন্য ৬ বলে ৬ রান প্রয়োজন। ক্রিজে আছেন মোহাম্মদ ইরফান ও ইমাদ ওয়াসিম। ফার্নান্দোর করা প্রথম বলটি কোনোমতো ব্যাটে লাগিয়ে ১ রান নিলেন ইরফান। স্ট্রাইক নিলেন ইমাদ। লং অনের উপর দিয়ে বল হাওয়ায় ভাসিয়েই দৌঁড় দিলেন তিনি। ডাগ আউট থেকে বাকিরাও এসে যোগ দিলেন উল্লাসে। তবে সবার আগ্রহের কেন্দ্রে বোলার আনোয়ার আলী। থাকবে না কেন? আজ তিনি যা করেছেন সেটা রীতিমতো অবিশ্বাস্য। বোলার হলেও আনোয়ার আলী আজ স্বীকৃত ব্যাটসম্যানের মতো রান করেছেন। মাত্র ১৭ বলে ৩টি চার ও ৪ ছক্কায় করেন ৪৭ রান। টি-টোয়েন্টিতে অষ্টম উইকেট জুটিতে পাকিস্তানের রেকর্ড রান (৫৮) তোলেন তিনি ও ইমাদ ওয়াসিম। তার আগে ২২ বলে ১চার ও ৪ ছক্কায় ৪৫ রান করে যান শহিদ আফ্রিদি। এই দুই তারকার ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। এর ফলে তিনটি সিরিজই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) জিতে দেশে ফিরছে সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কাপুগেদারার অপরাজিত ৪৮, অভিষিক্ত সেহান জয়সুরিয়ার ৪০ ও শ্রীবর্ধনের ২৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে শ্রীলঙ্কা। বল হাতে পাকিস্তানের শোয়েব মালিক ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। ৪০ রান তুলতেই হারিয়ে বসে প্রথম সারির ৫ জন ব্যাটসম্যানকে। সেখান থেকে শহিদ আফ্রিদি ও আনোয়ার আলীর ঝড়ো ব্যাটিংয়ে ১৯.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বল হাতে শ্রীলঙ্কার ফার্নান্দো ২টি উইকেট নেন। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন আনোয়ার আলী। এটাই যে তার ক্যারিয়ারে প্রথম ম্যাচ সেরা হওয়া।   একুশে সংবাদ ডটকম/শান্ত/০২.০৮.০১৫
Link copied!