AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটেনে বিমান দুর্ঘটনায় লাদেনের মা-বোন নিহত


Ekushey Sangbad

১১:৫৪ এএম, আগস্ট ১, ২০১৫
ব্রিটেনে বিমান দুর্ঘটনায় লাদেনের মা-বোন নিহত

একুশে সংবাদ : ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে শুক্রবার এক ব্যক্তিগত জেটবিমান দুর্ঘটনায় এর চার আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে আল কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের স্বজনরা রয়েছেন বলে হাম্পশায়ার পুলিশ সার্ভিসের বরাত দিয়ে সৌদি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। ব্রিটিশ পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বিমানের চার আরোহীর কেউ বেঁচে নেই। তবে তিনি নিহতদের পরিচয় জানাননি। সৌদি পত্রিকা ‘আল হায়াত’ জানিয়েছে, শুক্রবার হাম্পশায়ারের ব্লাকবুশ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইম্বেরেয়ার ফিনোম-৩০০ জেটবিমানটি বিধ্বস্ত হয়। এতে এর তিন যাত্রী ও এক চালক প্রাণ হারিয়েছে। নিহত তিন যাত্রী সৌদি আরবের প্রভাবশালী লাদেন পরিবারের সদস্য। এদিকে ডেইলি মেইল পত্রিকাটি জানিয়েছে, ওই দুর্ঘটনায় বিমানের চার আরোহীর সবাই মারা গেছেন। নিহত যাত্রীদের মধ্যে ওসামা বিন লাদেনের সৎ মা এবং এক বোনও রয়েছেন। এছাড়া বিমানচালকও মারা গেছেন। তিনি ছিলেন জর্দানের নাগরিক। শুক্রবার রাতে জার্মানির মিলান থেকে হাম্পশায়ারের ব্লাকবুশ বিমানবন্দরে অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের গাড়ি নিলাম কেন্দ্রে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা বিমানে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় কমপক্ষে ১৫টি গাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেই মনে হয়। ব্রিটেনের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নাওয়াফ আল সৌদ এক টুইটার বার্তায় মরহুম মোহ্ম্মদ বিন লাদেনের স্বজনদের মৃতুতে শোক প্রকাশ করেছেন। তবে তিনি নিহত সৌদি যাত্রীদের পরিচয় প্রকাশ করেননি। কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত তিন যাত্রী আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের আত্মীয় ‍যিনি ২০০১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। তদন্ত শেষে তারা দ্রুত দাফনের জন্য মরদেহ হস্তান্তর করবে বলে সৌদি দূতাবাস জানিয়েছে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/০১.০৮.০১৫
Link copied!