AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থেমেছে বৃষ্টি, খেলার শুরুর অপক্ষো


Ekushey Sangbad

১০:২৯ এএম, আগস্ট ১, ২০১৫
থেমেছে বৃষ্টি, খেলার শুরুর অপক্ষো

একুশে সংবাদ : অবশেষে থামলো বৃষ্টি। মেঘের অন্ধকার কেটে মিরপুরের মাঠে আবারো আলোর মুখ দেখা গেছে। আর বৃষ্টি থামায় তৃতীয় দিনে খেলার সম্ভাবনাও তৈরী হলো। মাঠের গ্রাউন্ডসম্যানরা আস্তে আস্তে কাভার সরাচ্ছেন। তবে প্রচুর বৃষ্টি হওয়ায় মাঠে পানি জমে থাকার দরুণ খেলা কখন শুরু হবে তা বলা যাচ্ছে না। এর আগে টানা বর্ষণের কারণে তৃতীয় দিনের খেলা যথাসময়ে শুরু না হয়নি । আর দ্বিতীয় দিনে তো একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিকূল আবহাওয়ায় শনিবারের (০১ আগস্ট) খেলা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। মাঠের প্রায় পুরো অংশই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। স্কোর: বাংলাদেশ – ২৪৬/৮ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার (৩১ জুলাই) ভোররাত থেকেই প্রচুর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। ফলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে কি না এ নিয়েও অনিশ্চতয়তার দেখা দেয়। অবশেষে দুপুর ১২টার দিকে দ্বিতীয় দিনের খেলা অফিসিয়ালি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও এখনো স্টেডিয়ামে আসেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। টিম হোটেল সোনারগাঁওয়ে ক্রিকেটাররা অবস্থান করছেন। সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মুশফিকুর রহিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ রান আসে। ইমরুল কায়েস (৩০), মুমিনুল হক (৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫) ও সাকিব আল হাসান ৩৫ রান করেন। নাসির হোসেন ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত আছেন। প্রথম দিনের প্রথম ও দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকরা তিন ব্যাটসম্যানকে হারায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ২৬ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে তোলে আরও ৭৯ রান। প্রথম সেশনে এক উইকেট খুঁইয়ে আসে ৭৫ রান। তৃতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে যোগ হয় আরও ৯২ রান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদুল্লাহ। প্রোটিয়াদের হয়ে জেপি ডুমিনি ও ডেল স্টেইন তিনটি করে উইকেট লাভ করেন এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট নেন।     একুশে সংবাদ ডটকম/শান্ত/০১.০৮.০১৫
Link copied!