AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন জন্ম হচ্ছে ছিটমহলবাসীর


Ekushey Sangbad

১১:১৪ পিএম, জুলাই ৩১, ২০১৫
নতুন জন্ম হচ্ছে ছিটমহলবাসীর

দাসিয়ার ছড়া (ফুলবাড়ী, কুড়িগ্রাম) থেকে: ইতিহাস ঘাটতে গেলে হয়তো পেছাতে হবে আরও। আপাতত হিসাব ৬৮ বছরের। নতুন জন্ম হচ্ছে ছিটমহলবাসীর। গোটা দেশের মতো বিশ্বের অনেক দেশের চোখ এখন তাই দাসিয়ার ছড়া কিংবা ওপারের মশাল ডাঙায়। ভারত-বাংলাদেশের পাস হওয়া সীমান্ত বিল অনুযায়ী, বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল পাবে বাংলাদেশ। সঙ্গে প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জায়গা। আর ভারত ৫৫টি ছিটমহলের প্রায় সাত হাজারের অধিক জায়গা। আর দু’ঘণ্টাও বাকি নেই। কিন্তু সন্ধ্যা থেকেই ৬৮ লেখা মোম সাজিয়ে অপেক্ষায় দাসিয়ার ছড়াবাসী। অপেক্ষায় এখানকার প্রায় ৭ হাজার মানুষ, ১৩৬৪ পরিবার। প্রতিটি পরিবার জ্বালাবে ৬৮টি মোমবাতি। তাদের কাছে যা অশান্তি, অমঙ্গল দূর করে শান্তির আলোর বার্তা। একসঙ্গে জ্বলে উঠবে প্রায় এক লাখ মোম। কারো চোখে ঘুম নেই। রক্তাভ চোখে শুধু মুক্তির আনন্দ। সবার চোখ ঘড়িতে। চলছে কাউন্টডাউন… সময় হলেই হয়তো তারা চিৎকার করে বলে উঠবেন, তোমরা সবাই শোনো….আমরা এখন বাংলাদেশি…..আমরা এখন তোমাদেরই একজন….।
Link copied!