AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিএনজি অটোরিকশা নালায় পড়ে নিহত ২


Ekushey Sangbad

০৫:৩৯ পিএম, জুলাই ৩১, ২০১৫
সিএনজি অটোরিকশা নালায় পড়ে নিহত ২

একুশে সংবাদ : ঘূর্ণীঝড় কোমেনের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় একটি সিএনজি অটো রিকশা নালায় পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফিরোজ খান নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি। ডবলমুরিং থানার ওসি এস এম নুরুল আলম তালুকদার বাংলামেইলকে বলেন, ‘ঘূর্ণীঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রামে অব্যাহতভাবে বৃষ্টিপাতের পাশাপাশি অস্বাভাবিক জোয়ার হচ্ছে। ফলে নগরীর সব রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। দুপুরে আগ্রাবাদ একসেস রোডের সিঅ্যান্ডবি কলোনীর সামনে একটি সিএনজি অটোরিকশা আরেকটি গাড়ীকে সাইড দিতে গিয়ে পানিতে ডুবে থাকা নালায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের স্থানীয় আগ্রাবাদ মা ও শিশু হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।’ এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসে সহকারি পরিচালক বাংলামেইলকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করছে। আমরা যাওয়ার আগেই নালায় ডুবে যাওয়া দুই সিএনজি রিকশা যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ এদিকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী-খালের পানি বেড়ে চট্টগ্রাম মহানগরসহ উপজেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি ও চিংড়িঘের। পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। অনাহারে অর্ধাহারে দিন কাটছে বানভাসিদের। উপজেলাগুলোতে আভ্যন্তরীন সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থল নি¤œচাপের কারণে চট্টগ্রামে আরো তিন দিন পর্যন্ত এধরণের টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট বেশি হবে।’ একুশে সংবাদ ডটকম/শান্ত/৩১.০৭.০১৫
Link copied!