AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বঙ্গবন্ধুর আত্মকথন’র ভূমিকা পাঠ করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

০৩:৪৯ পিএম, জুলাই ৩১, ২০১৫
‘বঙ্গবন্ধুর আত্মকথন’র ভূমিকা পাঠ করলেন প্রধানমন্ত্রী

  একুশে সংবাদ : ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই থেকে আগস্ট বাঙালির শোকের মাস। এবারের শোকাবহ আগস্ট সামনে রেখে চ্যানেল আই প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর আত্মকথন’। আর এ অনুষ্ঠানের ভূমিকা পাঠ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বিশাল অংশ কেটেছে কারাগারে বন্দি অবস্থায়। ১৯৬৭ সালে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি অবস্থায় বন্ধু-বান্ধব এবং স্ত্রীর অনুরোধে নিজের জীবনী লেখা শুরু করেছিলেন। কারাবন্দী অবস্থায় নিজের জীবনীর অনেকটা অংশ ডায়েরীর খাতায় লিখেও ছিলেন। দীর্ঘদিন পরে ২০০৪ সালে সেই ডায়েরী আবিষ্কৃত হয়ে এসে পড়ে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তারপরে সেই ডায়েরীর লেখা পাঠোদ্ধার করে পাওয়া যায় বঙ্গবন্ধুর আত্মজীবনী। যা রয়ে গেছে অসম্পূর্ণ। তাই লেখাগুলো যখন বই হিসেবে মলাটবন্দি করা হয় নাম দেয়া হয় ‘অসমাপ্ত আত্মজীবনী’। ‘বঙ্গবন্ধুর আত্মকথন’ অনুষ্ঠানটি চলবে পুরো আগস্ট মাস জুড়ে চ্যানেল আইতে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকরা পাঠ করবেন ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের নির্বাচিত অংশ। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে কথা বলেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বইটির পান্ডুলিপি সংগ্রহ ও প্রকাশনা বিষয়ে কথা বলছেন বিস্তারিত।   ‘বঙ্গবন্ধুর আত্মকথন’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন হাসানুল হক ইনু, সৈয়দ শামসুল হক, আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, নূহ আলম লেনিন, কামাল লোহানী, হাসান আজিজুল হক, সৈয়দ হাসান ইমাম, নির্মলেন্দু গুণ, মুনতাসির মামুন, রাহাত খান, রামেন্দু মজুমদার, আবুল হায়াত, আতাউর রহমান, গোলাম সারওয়ার, আসাদ চৌধুরী, রুবী রহমান, আয়শা খানম, আবেদ খান, মামুনুর রশীদ, ডা. প্রাণ গোপাল দত্ত, মফিদুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুস, নাসির উদ্দিন ইউসুফ, ড. এ.কে. আজাদ চৌধুরী, হাসেম খান প্রমুখ। অনুষ্ঠানটির নির্মাণ পরিকল্পনায় রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজ। অনুষ্ঠান সমন্বয়ে সৈয়দ শামসুল হক, গবেষণা শামসুজ্জামান খান। প্যানেল প্রযোজনায় রয়েছেন শহীদুল আলম সাচ্চু ও রাজু আলীম। চ্যানেল আইতে বঙ্গবন্ধুর আত্মকথন প্রচার হবে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/৩১.০৭.০১৫
Link copied!